Vikrant Massey Birthday: কলেজ জীবনে কাজ করতেন ক্যাফেতে, 'মির্জাপুর' অভিনেতা বিক্রান্ত মেসির অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির। ছোট পর্দা এবং বড় পর্দায় উভয়েই কাজ করেছেন তিনি। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১৬ বছর বয়স থেকে অভিনয় কেরিয়ার শুরু হয় বিক্রান্ত মেসির। 'ধরমবীর', 'ধুম মাচাও ধুম' এবং আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন।
রণবীর সিংহ, সোনাক্ষী সিনহা অভিনীত 'লুটেরা' ছবিতে অভিনয় করেন বিক্রান্ত। ছবিতে রণবীর সিংহের বন্ধুর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
শুধু অভিনয়ই নয়, নাচেও পারদর্শী বিক্রান্ত। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মডার্ন জ্যাজ এবং মডার্ন কনটেম্পোরারি ডান্সার।
একাধিক বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা গিয়েছে বিক্রান্ত মেসিকে। ক্যাডবেরি, কর্নেটো, স্যামসং, নেসক্যাফে এবং আরও নানা নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
কোরিওগ্রাফার হিসেবেও দেখা গিয়েছে বিক্রান্ত মেসিকে। 'ধুম মাচাও ধুম'-এ অভিনয়ের পাশাপাশি কোরিওগ্রাফিও করেন তিনি।
শোনা যায়, অভিনয় কেরিয়ার শুরু করার আগে মুম্বইয়ের একটি ক্যাফেতে কাজ করতেন বিক্রান্ত। কলেজের ফি দেওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি সেখানে কাজ করতেন।
অভিনয়ের প্রতি বরাবর টানছিল বিক্রান্তের। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন থাকেন যে, তাঁর অভিনেতা হওয়ার জন্য তিনি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানান।
'লুটেরা'র সাফল্যের পর একাধিক ছবিতে অভিনয় করেন বিক্রান্ত। 'দিল ধড়কনে দো', 'হাফ গার্লফ্রেন্ড', 'ছপক', 'এ ডেথ ইন আ গুঞ্জ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
২০১৫ থেকে সম্পর্কে থাকার পর চলতি বছর দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরকে বিয়ে করেন তিনি। বিক্রান্ত মেসিকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -