Vinchi Bharati Academy: মুক্তি পেল অর্ণ-শাঁওলির অদ্ভুত এক অ্যাকাডেমিরর গল্প, প্রিমিয়ারে এলেন কে কে?
ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল সুমিত দেবের পরিচালিত ওয়েব সিরিজ 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি' (Vinchi Bharati Academy) ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অ্যকাডেমির ভিতরে যেন একটা আলাদা জগত থাকে। সেখানে আলাদা নিয়ম, আলাদা নীতি, আলাদা শিক্ষা। প্রেম নয়, পলিগ্যামি, রোজ নাকি নেশা করতে হবে.. এমন অদ্ভুত নিয়ম শেখানো হয় অ্যকাডেমিতে!
ঠিক এমনই গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচিত মুখ।
গল্পের বিষয়বস্তু কিছুটা এমন, 'IIC - Indie Institute of Creativity', যেখানে সুযোগ পেতে প্রতিবছর যে পরীক্ষাটা হয়, সেটিকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। তার কারণ এখানে পাশের হার মাত্র ০.০০২ শতাংশ।
Pretentious Parameter, Toxic Talent এবং Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। সারা দেশ থেকে প্রতিবছর দশ লক্ষের বেশী ছাত্রছাত্রী IIC পরীক্ষায় বসে। কিন্তু সিট মোটে ১৯৮৪টি।
এই প্রবেশিকা পরীক্ষায় পড়ুয়াদের তৈরি করার জন্য সারা দেশে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রতিষ্ঠান। কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হলো ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’।
এই গল্প শুরু হয় যখন স্ট্যান্ড-আপ কমেডিয়ান শিলাদিত্যকে নিয়ে। তার বাবা, IIC পরীক্ষার জন্যে তৈরি হতে তাকে 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'তে ভর্তি করতে নিয়ে আসেন।
এই সিরিজে দেখা যাবে মোট ছয়টি পর্ব। সেগুলি হল, 'ইন্ট্রো', 'ওরিয়েন্টেশন', 'অ্যাসাইনমেন্ট', 'আনকমন রুম', 'হেলদি কম্পিটিশন', 'রেজাল্ট'।
সদ্য মুক্তি পেয়েছে এই ছবিট টিজার। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যকে
এছাড়াও রয়েছেন, সবুজ বর্ধন, আভেরী সিংহ রায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, অনুজয় চট্টোপাধ্যায়, শাশ্বতী সিনহা, সাগ্নিক বসু, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র
বিশেষ অতিথী শিল্পী হিসেবে দেখা যাবে সমদর্শী দত্ত ও তুহিনা পান্ডেকে। দর্শকদের ভালো লাগবে এই অন্য স্বাদের ওয়েব সিরিজ, আশায় শিল্পীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -