Vinod Khanna Birthday: দেশভাগের সময় ভারতে আসা, টক্কর দিতেন অমিতাভকে, ছ’বছর ক্যান্সার লুকিয়ে রেখেছিলেন বিনোদ
সমসাময়িক নায়কদের মধ্যে ছিলেন সুদর্শনতম। প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিতাভ বচ্চনের। অজস্র হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। কিন্তু ব্যক্তিগত জীবনে বাকিদের তুলনায় একেবারে আলাদা ছিলেন বিনোদ খান্না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের অন্যতম প্রতিভাশালী অভিনেতা হিসেবে ধরা হয় তাঁকে। দুই ছেলেও অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন। চলে গিয়েও আজও মানুষের মনে রয়ে গিয়েছেন বিনোদ। জন্মদিনে ফিরে দেখা তাঁকে।
জামা-কাপড়ের রাসায়নিক তৈরির ব্যবসা ছিল বাবার। দেশভাগের সময় পেশোয়ার থেকে ভারতে চলে আসে গোটা পরিবার। মুম্বইয়েই পড়াশোনা, কিন্তু ১৯৫৭ সালে দিল্লি চলে যান। বাকি পড়াশোনা সেখানেই।
তিন বছর পর ফের মুম্বই ফেলেন বিনোদ। কলেজে পড়ার সময় থিয়েটার করতেন। আসলে ক্রিকেটার হতে চেয়েছিলেন। অভিনয়ে সফল হতে দু’বছর সময় পেয়েছিলেন বাড়ি থেকে।
৯৬৮ সালে ‘মন কা মীত’ ছবিতে সুযোগ পান। প্রথম ছবিতে ছিলেন খলনায়কের চরিত্রে। এর পর একে একে ‘আন মিলো সজনা’, ‘পূরব অউর পশ্চিম’, ‘মেরা গাঁও, মেরা দেশ’, ‘সচ্চা ঝুটা’, ‘মস্তানা’র মতো একের পর এক ছবি হাতে পান।
১৯৭১ সালে ‘হম তুম অউর ওহ্’ ছবিতে প্রথম মুখ্য চরিত্র পান বিনোদ। সেই সময়ই গীতাঞ্জলীকে বিবাহ। থিয়েটার করতে গিয়ে আলাপ তাঁদের। তাঁদের দুই সন্তান, অক্ষয় এবং রাহুল খান্না।
সাত-আটের দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে কড়া প্রতিযোগিতা ছিল বিনোদের। কিন্তু সব থেকেও একাকীত্বে ভুগতেন বিনোদ। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েন। সন্ন্যাস নিয়ে আমেরিকায় ওশোর আশ্রমে চলে যান।
সেখানে টয়লেটও পরিষ্কার করতেন বিনোদ। পাঁচ বছর আশ্রমে ছিলেন। সেই সময় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। পরে ভারতে ফেরা এবং ১৯৯০ সালে কবিতার সঙ্গে বিবাহ। তাঁদের এক ছেলে, এক মেয়ে।
প্রায় ১৫০ ছবিতে অভিনয় করেছেন বিনোদ। পরবর্তী কালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ সময় রোগ লুকিয়ে রেখেছিলেন। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে জানা যায়, ছ’বছর ধরে অসুস্থতা লুকিয়ে রেখেছিলেন।
এর পর জার্মানিতে চিকিৎসা শুরু হয়। কিন্তু ২০১৭ সালের ২৭ এপ্রিল মারা য়ান বিনোদ। ‘দবং’ ছবিতে সলমনের বাবার ভূমিকায় দেখা যায় বিনোদকে। তাঁর মৃত্যুর পর ভাই প্রমোদ খান্না ওই চরিত্রে অভিনয় করেন। দু’জনের চেহারায় মিল থাকাতেই এমন সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -