Happy Birthday Vishal Bhardwaj: 'মকড়ি'-'মকবুল'-'হায়দার'-এর শ্রষ্টা বিশাল ভরদ্বাজের কিছু প্রশংসিত সিনেমা
বিশাল ভরদ্বাজ। নামেই জাদু। তাঁর হাত ধরে তৈরি হয়েছে একের পর এক ব্লকবাস্টার। আজ তাঁর জন্মদিনে এক ঝলকে দেখা যাক কিছু জনপ্রিয় ছবির নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০২ সালে 'মকড়ি' ছবির হাত ধরে পরিচালনায় পথ চলা শুরু করেন বিশাল। শাবানা আজমি অভিনীত এই ছবি হরর কমেডি ঘরানার ছিল।
২০০৩ সালে মুক্তি পায় 'মকবুল'। শেক্সপিয়রের 'ম্যাকবেথ' নাটক থেকে অনুপ্রাণিত এই ছবি। পঙ্কজ কপূর, ইরফান খান, তাবু অভিনীত এই ছবি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়।
২০০৫ সালে মুক্তি পায় 'দ্য ব্লু আমব্রেলা'। 'ছোটদের শ্রেষ্ঠ ছবি' হিসেবে জাতীয় পুরস্কার পায় এই ছবি।
২০০৬ সালে শেক্সপিয়রের অপর জনপ্রিয় নাটক 'ওথেলো' থেকে অনুপ্রাণিত হয়ে বিশাল ভরদ্বাজ তৈরি করেন 'ওমকারা'। স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড হিসেবে জাতীয় পুরস্কার পায় এই ছবি।
২০০৯ সালে তিনি তৈরি করেন 'কমিনে' নামক ছবি। শাহিদ কপূর ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনয় করেন। ছবিটি গোটা বিশ্বে প্রায় ৭০০ মিলিয়ন ব্যবসা করে।
২০১১ সালে মুক্তি পায় 'সাত খুন মাফ'। মুখ্য চরিত্রে প্রিয়ঙ্কা চোপড়া। রাস্কিন বন্ডের ছোটগল্প 'সুজ্যানাস সেভেন হাজব্যান্ডস' থেকে তৈরি ছবি।
২০১৩ সালে বিশাল ভরদ্বাজ তৈরি করেন 'মটরু কি বিজলি কা মন্ডোলা'। অভিনয় করেন অনুষ্কা শর্মা, ইমরান খান, পঙ্কজ কপূর, শাবানা আজমি। তবে বক্স অফিসে সাফল্য আনেনি।
২০১৪ সালে শেক্সপিয়রের 'হ্যামলেট' থেকে অনুপ্রাণিত হয়ে 'হায়দার' তৈরি করেন বিশাল। সম্পূর্ণ করেন তাঁর 'শেক্সপিয়র ট্রিলজি' সফর। এই ছবির পর ফের শিরোনামে উঠে আসেন শাহিদ।
২০১৮ সালে মুক্তি পায় সানিয়া মলহোত্র ও নবাগতা রাধিকা মদন অভিনীত 'পটাখা'। রাজস্থানি লেখক চরণ সিংহ পাঠিকের 'দো বহনেঁ' গল্প থেকে অনুপ্রাণিত এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -