Web Series: নারীকেন্দ্রিক ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় সন্দীপ্তা, 'নষ্টনীড়'-এর গল্প বলবেন সৌম্য, অঙ্গনা, অনিন্দ্য, রুকমারা

Bengali Web Series: এই সিরিজটি সম্পর্কে সন্দীপ্তা বলছেন, এই সিরিজটা আমার কাছে স্বপ্নের। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় চাই একটা শক্তিশালী চরিত্রকে ফুটিয়ে তুলতে

নারীকেন্দ্রিক ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় সন্দীপ্তা, 'নষ্টনীড়'-এর গল্প বলবেন সৌম্য, অঙ্গনা, অনিন্দ্য, রুকমারা

1/8
নতুন সিরিজের মধ্যমণি সন্দীপ্তা সেন (Sandipta Sen)। অদিতি রায় পরিচালিত নারীকেন্দ্রীক এই ওয়েব সিরিজের নাম 'নষ্টনীড়' (Nostoneer)।
2/8
সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে থাকছেন অঙ্গনা রায় (Angana Roy), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও রুকমা রায় (Rooqma Ray)। আজ প্রকাশ্যে এসেছে সিরিজে চরিত্রদের লুকও।
3/8
গল্পটি লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সিরিজ জুড়ে ফুটিয়ে তোলা হবে এক গৃহবধূর লড়াইয়ের গল্প। সিরিজে সন্দীপ্তার চরিত্রের নাম অপর্ণা। স্বামী ঋষভের সঙ্গে তাঁর সাজানো সংসার।
4/8
সন্দীপ্তার স্বামীর চরিত্রে দেখা যাবে সৌম্যকে। হঠাৎ হ্যাশট্যাগ মিটু (#MeToo)-র অভিযোগ আসে অপর্ণার স্বামীর ওপর।
5/8
হ্যাশট্যাগ মিটু নিয়ে এখন বেশিরভাগ মানুষই ওয়াকিবহাল। হেনস্থা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার সোশ্যাল মিডিয়ায় খুব প্রচলিত একটি হ্যাশট্যাগ হল মিটু। আর এই 'মিটু'-ই এক মুহূর্তে ওলটপালট করে দেয় অপর্ণার সংসার।
6/8
সিরিজে অঙ্গনার চরিত্রের নাম হয়েছে গোধুলি। অনিন্দ্যর চরিত্রের নাম সৌম্য ও রুকমার চরিত্রের নাম নম্রতা। প্রত্যেকেই অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
7/8
আজ প্রকাশ্যে এসেছে সব চরিত্রদের লুকই। চমক রয়েছে বিশেষ করে সন্দীপ্তা ও অঙ্গনার লুকে। সন্দীপ্তাকে একেবারে সাদামাটা এক গৃহবধূর চরিত্রে দেখা গিয়েছে। হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।
8/8
এই সিরিজটি সম্পর্কে সন্দীপ্তা বলছেন, 'এই সিরিজটা আমার কাছে স্বপ্নের। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় চাই একটা শক্তিশালী চরিত্রকে ফুটিয়ে তুলতে। এই সিরিজের নিজের লুকটা নিয়ে আমি খুব আগ্রহী। এর আগে আমি যা যা অভিনয় করেছি, তার থেকে নষ্টনীড়ের লুকটা এক্কেবারে আলাদা। সাধারণ এক গৃহবধূর যে অসাধারণ লড়াইয়ের কথা এই সিরিজ বলবে, আশা করি মানুষ খুব সহজেই তার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতে পারবেন। এই লুকে আমায় কেমন দেখতে লাগছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল ওই লুকে অপর্ণাকে কেমন মানিয়েছে, সে কেমন ব্যবহার করছে। আমার জন্য অপর্ণা একটা ভীষণ চ্যালেঞ্জিং চরিত্র আর অপর্ণা হয়ে সবাইকে গল্প বলার জন্য আমি অপেক্ষায় রয়েছি।'
Sponsored Links by Taboola