Entertainment:স্তুতি নাকি নিন্দা, কোনটাকে গুরুত্ব দেন হরনাজ?

Harnaaz Sandhu: মিস ইউনিভার্স বলে কথা! সৌন্দর্য ও জীবনবোধ যে তাঁর মধ্যে হাতে হাত ধরে চলবে, এটাই প্রত্যাশিত।অবশ্য বার বার প্রত্যাশার থেকে অনেক বেশ কিছু দিয়ে যান হরনাজ সন্ধু।

ছবি ও ক্যাপশনে দুরন্ত হরনাজ সন্ধু!

1/8
'মিস ইউনিভার্স' বলে কথা! সৌন্দর্য ও জীবনবোধ যে তাঁর মধ্যে হাতে হাত ধরে চলবে, এটাই প্রত্যাশিত।
2/8
অবশ্য বার বার প্রত্যাশার থেকে অনেক বেশ কিছু দিয়ে যান হরনাজ সন্ধু। এবারও ব্যতিক্রম হল না।
3/8
ইনস্টাগ্রামে দুরন্ত কিছু ছবি দিয়েছেন হরনাজ। সঙ্গে দৃপ্ত ক্যাপশন।
4/8
লিখেছেন, 'প্রশংসা বা সমালোচনা, কোনওটাকেই মস্তিষ্কে বা মনে বেশি জায়গা দেওয়া যাবে না।'
5/8
যদিও ছবিগুলিতে তাঁকে সব অর্থেই অসম্ভব সুন্দর লাগছিল, এর মধ্যেই ইনস্টাগ্রামে জানিয়েছেন ভক্তরা।
6/8
মাত্র ২১ বছর বয়সে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন এই তরুণী।তার হাত ধরেই দু-দশক পর কোনও ভারতীয়ের মাথায় এই মুকুট উঠল।
7/8
আইস ব্লু রংয়ের প্যান্টস্য়ুট, সঙ্গে মানানসই লিপস্টিক, হ্যাটের রংটিও একেবারে যত্ন করে বেছে নেওয়া। অসামান্য লাগছিল ২২ বছরের তরুণীকে।
8/8
তবে শুধু গ্ল্যামারের চাকচিক্য নিয়েই মগ্ন নন তিনি। সমাজসেবামূলক নানা কাজেও দেখা গিয়েছে হরনাজকে। যেমন বিশ্বজুড়ে মেয়েদের ঋতুকালীন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনেও সামিল তরুণী।
Sponsored Links by Taboola