Sahil Khan News: একাধিক বিয়ে, বিচ্ছেদ, বিতর্কেও জড়িয়েছেন বার বার.. কে এই সাহিল খান?
মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার সাহিল খান, আর সারাদিন সংবাদমাধ্যমের খবরের শিরোনামে রইলেন তিনিই। কিন্তু কে এই সাহিল খান? (ছবি: সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার হলেন অভিনেতা। তবে তাঁকে গ্রেফতার করতে কার্যতই কালঘাম ছুটে যায় মুম্বই পুলিশের সাইবার বিভাগের স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিমের (SIT)। প্রায় ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর অভিনেতাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে খবর।(ছবি: সোশ্যাল মিডিয়া)
বম্বে হাইকোর্টে আগেই সাহিলের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ হয়েছিল। এবার ছত্তীসগঢ় থেকে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশের SIT. সূত্রের খবর, আগেই মুম্বই ছেড়েছিলেন সাহিল। (ছবি: সোশ্যাল মিডিয়া)
বম্বে হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেলিন তিনি। তাঁর নাগাল পেতে ছত্তীসগঢ় পুলিশের সাহায্য় প্রার্থনা করে মুম্বই পুলিশের SIT, তাতেই দীর্ঘ ৪০ ঘণ্টার অভিযানের পর সাহিলের নাগাল মেলে। (ছবি: সোশ্যাল মিডিয়া)
তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন এই ফিটনেস ট্রেনার। ব্যবসায়ীক পরিবারের মর্ফড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। (ছবি: সোশ্যাল মিডিয়া)
শোনা যাচ্ছে, মুম্বইয়ের আদালতে তোলা হবে সাহিলকে। সাইবার প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। (ছবি: সোশ্যাল মিডিয়া)
৪৭ বছর বয়সি সাহিলের পাশাপাশি মহাদেব বেটিং অ্যাপ মামলায় আরও ৩১ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যাব্য গ্যাজেটস খতিয়ে দেখছে পুলিশ। (ছবি: সোশ্যাল মিডিয়া)
২০০৩ সালে বিয়ে হয়েছিল এই বলিউড অভিনেতা ও ফিটনেস ট্রেনারের। তবে ২০০৫ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। ৪৭ বছর বয়সি সাহিলের পাশাপাশি মহাদেব বেটিং অ্যাপ মামলায় আরও ৩১ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যাব্য গ্যাজেটস খতিয়ে দেখছে পুলিশ। (ছবি: সোশ্যাল মিডিয়া)
শোনা যায়, এরপরে এক রাশিয়ান প্রেমিকার সঙ্গে বিবাহ করেছেন তিনি। তবে তাঁদের বয়সের ব্যবধান ছিল অনেকটাই।
কেবল দুর্নীতির মামলায় গ্রেফতার নয়, বারে বারেই বিতর্কে জড়িয়েছেন সাহিল খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -