Deepika Padukone: মা হওয়ার আগেই কেন বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল দীপিকাকে?
সন্তানের কোল আলো করে আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। সেপ্টেম্বরের শেষেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের কোল আলো করে আসার কথা তাঁদের প্রথম সন্তানের। দম্পতি এখন বাবা-মা হওয়ারই দিন গুনছেন কেবল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে জানেন কি, মা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর থেকেই, বারে বারে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা। জানেন কি কেন বারে বারে নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে?
প্রথমবার মা হওয়ার খবর দেওয়ার পরেই প্রকাশ্যে আসে দীপিকার শ্যুটিংয়ের ছবি। সিংঘম -এর সিক্যুয়ালের শ্যুটি করতে দেখা যায় দীপিকাকে।
গর্ভাবস্থায় দীপিকাকে শ্যুটিং করতে দেখে অবাক হল অনেকেই। পুলিশের পোশাক পরে ছিলেন না দীপিকা। এতে অনেকের সন্দেহ হয়, তিনি আদৌ অন্তঃসত্ত্বা কি না কারণ তিনি তো একেবারে সাধারণ জীবনযাপনই করছেন।
এরপরে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিংয়ে এসেছিলেন দীপিকা ও রণবীর। সেখানেও কোনো পোশাকেই স্পষ্ট ছিল না দীপিকার বেবি বাম্প। এমনকি মঞ্চে উঠে নাচও করতে দেখা যায় দীপিকাকে।
অন্তঃসত্ত্বা থাকাকালীন দীপিকাকে নাচ করতে দেখে ক্ষুদ্ধ হন নেটিজেনরা। অনেকেই মনে করেন, দীপিকা যথাযথ সাবধানতা অবলম্বন করছেন না। মঞ্চে উঠে তাঁর নাচের বিরোধিতা করেছিলেন অনেকে।
তবে দীপিকা মঞ্চে উঠে কেবল হাত নেড়েই নাচ করেছিলেন, সাবধানতা অবলম্বন করে কোনও স্টেপ করেননি তিনি। বোঝাই যায়, সাবধানতা মেনে চলছিলেন দীপিকা।
এরপরে অনেকেই বলাবলি করেছিলেন অন্তঃসত্ত্বা নন দীপিকা, তাঁর সন্তান পৃথিবীতে আসছে সারোগেসির মাধ্যমে। তবে এই বিষয়ে কোনও উত্তরই দেননি দীপিকা ও রণবীর। তাঁরা অপেক্ষা করছিলেন সঠিক সময়ের।
একবার রণবীর বলেছিলেন, যে কোনও পদ্ধতিতেই তাঁদের সন্তান পৃথিবীতে আসুক না কেন, পুত্র বা কন্যা যাই হোক না কেন, তাঁরা তাঁকে আপন করেই নেবেন। রণবীরের এই কথা যেন আগুনে ঘি ঢেলেছিল। অনেকেই মনে করেছিলেন তবে সারোগেসি পদ্ধতির মাধ্যমেই পৃথিবীতে সন্তান আনছেন দীপিকা।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে প্রথম দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসে নির্বাচনের দিন। এরপরে বেবি বাম্প নিয়েই একাধিক পাবলিক অ্যাপিয়ারেন্স সেরেছেন দীপিকা।
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বেবি বাম্প নিয়েই সাবধানে হাজির হয়েছিলেন দীপিকা। শুধু এই একটিই নয়, নিজের বিপণী সংস্থার একাধিক ফটোশ্যুটও সেরেছেন দীপিকা। মোট কথা, তিনি ঘরে বসে থাকেননি।
সদ্য মাতৃত্বকালীন ফটোশ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন দীপিকা। আর আজ, সিদ্ধি বিনায়ক মন্দিরে রণবীরের হাত ধরে পুজো দিতে গিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -