Friday Worship: শুক্রবার পুজো করলে সন্তুষ্ট হন কোন দেব-দেবী, জীবনে আসে সুখ-সমৃদ্ধি
সাধারণ শুক্রবার মা সন্তোষীর পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে। প্রতি শুক্রবার নিয়মনীতি মেনে নিষ্ঠার সঙ্গে তাঁর আরাধনা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন হয়।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসর্বশক্তির আধার মা সন্তোষীর পুজো প্রতি শুক্রবার করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। বিপদের আশঙ্কা যেমন কমে তেমনি অশুভ শক্তি বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না বলে বিশ্বাস।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সন্তোষী মায়ের পুজো ছাড়াও শুক্রবার একসঙ্গে মা লক্ষ্মী ও গণেশের পুজো করার পরামর্শ দেন জ্যোতিষীরা। এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সফলতার রাস্তা খুলে যায়।
শুক্রবার উপোস করে সন্তোষী মায়ের পুজো করলে শুক্র গ্রহের ইতিবাচক প্রভাব পড়ে জীবনে। এর ফলে খারাপ সময় কেটে গিয়ে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শুক্রবার সন্তোষী মায়ের পুজোর পাশাপাশি মা দুর্গা ও মা অন্নপূর্ণার পুজোরও বিধান রয়েছে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
পুরোহিতরা বলেন, শুক্রবার মা সন্তোষীর উপোস করে বাচ্চাদের প্রসাদ দিলে শুক্র গ্রহের প্রভাবে বিবাহিত জীবন সুখের হয়। কেটে যায় রোগ ও ব্যাধি।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শুক্রবার পুজো করার বিধান রয়েছে মহালক্ষ্মী, দশ মহাবিদ্যার অন্যতম রূপ চন্দ্রঘণ্টা, দেবী অন্নপূর্ণা ও মা দুর্গার।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শুক্রবার দক্ষিণাবর্তি শাঁখ দিয়ে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এই দিন বাড়ির মহিলাদেরও সম্মান করা উচিত তাতে মা লক্ষ্মী খুশি হন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -