Yami Gautam Birthday: ৩৩ বছরে পা দিলেন ইয়ামি গৌতম, এক নজরে 'ভিকি ডোনার' অভিনেত্রীর সেরা দশ ছবি
ভিকি ডোনার: এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। ২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে অভিনয় প্রশংসা পেয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটোটাল সিয়াপ্পা: এরপর ২০১৪ সালে মুক্তি পায় 'টোটাল সিয়াপ্পা'। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে আলি জাফরের বিপরীতে অভিনয় করেন তিনি।
অ্যাকশন জ্যাকসন: ২০১৪ সালেই মুক্তি পায় তাঁর অপর ছবি 'অ্যাকশন জ্যাকসন'। তবে বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।
বদলাপুর: ২০১৫ সালের ছবি। বরুণ ধবনের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। গোটা ছবিজুড়ে যাঁদের মৃত্যুর 'বদলা' নেন অভিনেতা।
কাবিল: ২০১৭ সালে মুক্তি পায় এই ছবিটি। বলিউড তারকা হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেন তিনি। এই ছবিতে হৃতিক ও ইয়ামি উভয়ের চরিত্রই জন্ম থেকে অন্ধ ছিল।
বত্তি গুল মিটার চালু: ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ছবি। এখানে একজন আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক: ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত বহু সম্মানিত ছবিটি। ভিকি কৌশলও ছিলেন এই ছবিতে।
বালা: ২০১৯ সালে ফের একবার জুটি বাঁধেন আয়ুষ্মান ও ইয়ামি। বালা ছবিতে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্রে দেখা যায় তাঁকে। ছবিতে অপর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ভূমি পেডনেকর।
গিনি ওয়েডস সানি: বিক্রান্ত মাসের বিপরীতে 'গিনি'-র চরিত্রে মানানসই অভিনয় করেন ইয়ামি। ২০২০ সালে মুক্তি পায় ছবিটি।
লস্ট: আপাতত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর। তবে সেগুলির মধ্যে অন্যতম চর্চিত 'লস্ট'। সম্প্রতি কলকাতায় এই ছবির শ্যুটিং সারেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -