Yami Gautam: বলিউডে এক দশক পূর্ণ ইয়ামি গৌতমের
বলিউডে ১০ বছর পূর্ণ করে ফেললেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে এক পূর্ণ করা প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আমি যেমন অভিনেত্রী হিসেবে যেমন অনেক বদলে গিয়েছি, তেমনই মানুষ হিসেবেও বদলে গিয়েছি। নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই এই বদল এসেছে। লোকজন যা-ই বলুক না কেন, আমি নিজের মতোই আছি।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
ইয়ামি আরও জানিয়েছেন, করোনা আবহটাই তাঁর জীবনের সবচেয়ে ব্যস্ত সময়। তিনি গত দু’বছরে ৬টি ছবিতে সই করেছেন। এর মধ্যে তিনি বিয়েও করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
গত মাসে মুক্তি পেয়েছে ইয়ামি, ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়ার ছবি ‘আ থার্সডে’। এই ছবিতে ইয়ামির অভিনয় প্রশংসিত হয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
এই ছবি প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘থ্রিলার হিসেবেই আমি এই ছবির চিত্রনাট্য পড়তে শুরু করেছিলাম, কিন্তু শেষটা পড়ে আমি আলোড়িত হই। নয়নার চরিত্রটি আমার খুব পছন্দ হয়। অনেকেই ছবিটির গল্পের যুক্তি নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সবারই মতামত থাকে। সবার সবকিছু পছন্দ হয় না। সেটা আমি বুঝি।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
এ বছর ইয়ামির চারটি ছবি মুক্তি পেতে চলেছে। ফলে চলতি বছরটিও তাঁর জীবনের অন্যতম ব্যস্ত ও ঘটনাবহুল হতে চলেছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
গত ১০ বছরে বলিউডের ছবি কতটা বদলেছে? ইয়ামি বলছেন, ‘ভিকি ডোনারের মতো ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া আমার সৌভাগ্য। সে বছরই কাহানি, বরফির মতো কয়েকটি ভাল ছবি হয়েছিল। এখন ছবির বিষয়বস্তু অনেক বদলেছে। একটি ছবি কীভাবে সাফল্য পাবে, এর কোনও সূত্র নেই। এখন প্রতিযোগিতা অনেক বেড়ে গিয়েছে। তাই এখন দর্শকদের ধরে রাখা কঠিন।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইয়ামি। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে গ্রীষ্মকালীন পোশাকের ছবি শেয়ার করেছেন। কয়েক লক্ষ মানুষ এই ছবি লাইক করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
আগামী মাসে মুক্তি পেতে চলেছে ইয়ামি ও অভিষেক বচ্চনের ছবি ‘দাসভি’। এখন এই ছবির প্রচারে ব্যস্ত এই অভিনেত্রী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
ইয়ামির আগামী ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা। তাঁদের আশা, এই ছবিটিও জনপ্রিয় হবে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/yamigautam/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -