Year Ender 2023: বিজয় বর্মা, আলিয়া থেকে মনোজ বাজপেয়ী, ২০২৩-এ হিন্দি ওটিটির দুনিয়া কাঁপিয়েছেন কারা ?
প্রথমেই উঠে আসে অর্জুন মাথুরের নাম। আগে সেভাবে কোনও ছবিতে ছাপ ফেলতে না পারলেও 'মেড ইন হেভেন ২'-তে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন অর্জুন। তাঁর চরিত্রের বহুমুখী স্তর এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা দর্শকদের মন কেড়েছে। ছবি - PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় স্থানে আছেন বিজয় বর্মা। বলাই বাহুল্য সোনাক্ষী সিন্হা অভিনীত 'দহার' ছবিতে সোনাক্ষীর পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছেন বিজয়। এর আগে 'মির্জাপুর'-এর সিজন ২-এও দেখা গিয়েছিল তাঁকে। 'দহার'-এ তাঁর অভিনয় অনেকেরই রাতের ঘুম কেড়ে নেবে। ছবি - PTI
‘ডার্লিংস’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন রণবীর ঘরণী আলিয়া ভট্ট। ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার নিতেও দেখা গিয়েছিল তাঁকে। ছবি - PTI
আরশাদ ওয়ারসিও কম যান না। মুন্নাভাই-খ্যাত 'সার্কিট' তাঁর অভিনয় দিয়ে ইমেজটাই বদলে ফেলেছেন দর্শকমনে। কমেডির পাশাপাশি সিরিয়াস চরিত্রেও যে তিনি কতটা সাবলীল তার প্রমাণ 'আসুর' ওয়েব সিরিজটি। ছবি - PTI
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহিদ কপূর অভিনীত 'ফরজি়' ওয়েব সিরিজটি। এর প্রথম পর্বের পর থেকেই শাহিদের অভিনয় মন কেড়েছে দর্শকদের। বলাই বাহুল্য এর হাত ধরেই ওটিটির দুনিয়ায় ডেবিউ করেন শাহিদ। ছবি - PTI
'রকেট বয়েজ' ওটিটির দুনিয়ায় সাড়া জাগিয়েছিল। তাঁর সিকোয়েলে নজর কেড়েছে জিম সর্ভের অভিনয়। এটি তাঁর ডেবিউ ফিল্ম। তার অসাধারণ অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ডসেও ভূষিত হয়েছেন জিম সর্ভ। ছবি - PTI
এরপর আসে একটি অসাধারণ ওয়েব সিরিজ 'স্কুপ'-এর কথা। একটি সিরিজ থেকেই দুই অভিনেতা-অভিনেত্রী স্থান করে নিয়েছেন সেরার তালিকায়। প্রথমেই ছবির মুখ্য অভিনেত্রী করিশ্মা তন্না। সাংবাদিকের ভূমিকায় তাঁর পারফরম্যান্স সমালোচকদেরও ভাবিয়ে তুলেছে। ছবি - PTI
ওটিটির দুনিয়ায় পা দিয়েই খ্যাতি পেয়েছেন মনোজ বাজপেয়ী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'সির্ফ এক বন্দা হ্যায়' ছবিতে তাঁর অভিনয় কৃতিত্বের শিরোপা হিসেবে এ বছর ২০২৩ সালের ওটিটি অ্যাওয়ার্ডসেও সেরা পুরুষ অভিনেতা নির্বাচিত হয়েছেন তিনি। ছবি - PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -