Year Ender 2023: বিজয় বর্মা, আলিয়া থেকে মনোজ বাজপেয়ী, ২০২৩-এ হিন্দি ওটিটির দুনিয়া কাঁপিয়েছেন কারা ?

Flashback 2023: ওটিটির কদর যেন ক্রমেই বেড়ে চলেছে। বলিউডে ওটিটির দুনিয়ায় ছাপ রেখেছেন বিজয় বর্মা, আরশাদ ওয়ারসি, আলিয়া ভট্টরা। ফিরে দেখা বছরের ওটিটির রাজা-রানিদের দেখে নিন।

ছবি- পিটিআই

1/8
প্রথমেই উঠে আসে অর্জুন মাথুরের নাম। আগে সেভাবে কোনও ছবিতে ছাপ ফেলতে না পারলেও 'মেড ইন হেভেন ২'-তে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন অর্জুন। তাঁর চরিত্রের বহুমুখী স্তর এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা দর্শকদের মন কেড়েছে। ছবি - PTI
2/8
দ্বিতীয় স্থানে আছেন বিজয় বর্মা। বলাই বাহুল্য সোনাক্ষী সিন্হা অভিনীত 'দহার' ছবিতে সোনাক্ষীর পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছেন বিজয়। এর আগে 'মির্জাপুর'-এর সিজন ২-এও দেখা গিয়েছিল তাঁকে। 'দহার'-এ তাঁর অভিনয় অনেকেরই রাতের ঘুম কেড়ে নেবে। ছবি - PTI
3/8
‘ডার্লিংস’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন রণবীর ঘরণী আলিয়া ভট্ট। ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার নিতেও দেখা গিয়েছিল তাঁকে। ছবি - PTI
4/8
আরশাদ ওয়ারসিও কম যান না। মুন্নাভাই-খ্যাত 'সার্কিট' তাঁর অভিনয় দিয়ে ইমেজটাই বদলে ফেলেছেন দর্শকমনে। কমেডির পাশাপাশি সিরিয়াস চরিত্রেও যে তিনি কতটা সাবলীল তার প্রমাণ 'আসুর' ওয়েব সিরিজটি। ছবি - PTI
5/8
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহিদ কপূর অভিনীত 'ফরজি়' ওয়েব সিরিজটি। এর প্রথম পর্বের পর থেকেই শাহিদের অভিনয় মন কেড়েছে দর্শকদের। বলাই বাহুল্য এর হাত ধরেই ওটিটির দুনিয়ায় ডেবিউ করেন শাহিদ। ছবি - PTI
6/8
'রকেট বয়েজ' ওটিটির দুনিয়ায় সাড়া জাগিয়েছিল। তাঁর সিকোয়েলে নজর কেড়েছে জিম সর্ভের অভিনয়। এটি তাঁর ডেবিউ ফিল্ম। তার অসাধারণ অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ডসেও ভূষিত হয়েছেন জিম সর্ভ। ছবি - PTI
7/8
এরপর আসে একটি অসাধারণ ওয়েব সিরিজ 'স্কুপ'-এর কথা। একটি সিরিজ থেকেই দুই অভিনেতা-অভিনেত্রী স্থান করে নিয়েছেন সেরার তালিকায়। প্রথমেই ছবির মুখ্য অভিনেত্রী করিশ্মা তন্না। সাংবাদিকের ভূমিকায় তাঁর পারফরম্যান্স সমালোচকদেরও ভাবিয়ে তুলেছে। ছবি - PTI
8/8
ওটিটির দুনিয়ায় পা দিয়েই খ্যাতি পেয়েছেন মনোজ বাজপেয়ী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'সির্ফ এক বন্দা হ্যায়' ছবিতে তাঁর অভিনয় কৃতিত্বের শিরোপা হিসেবে এ বছর ২০২৩ সালের ওটিটি অ্যাওয়ার্ডসেও সেরা পুরুষ অভিনেতা নির্বাচিত হয়েছেন তিনি। ছবি - PTI
Sponsored Links by Taboola