Yearender 2025: ২০২৫ সালে দুরন্ত কামব্যাকে নিজেদের নতুন করে চিনিয়েছেন এই বলিউড অভিনেতারা

Bollywood News: অক্ষয় খান্না থেকে ভিকি কৌশল, ২০২৫ সাল মাতিয়েছেন এই বলিউড অভিনেতারা।

Continues below advertisement

২০২৫-এ স্মরণীয় কামব্যাক ঘটিয়েছেন এঁরা

Continues below advertisement
1/8
কালিধর লাপাতা এবং বি হ্যাপি, দুই সিনেমায় অভিষেক বচ্চন নিজের দুরন্ত পারফরম্যান্সে দর্শকদের মন জিতেছেন। দুই সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করে অভিনেতা হিসাবে নিজের রেঞ্জ সকলকে দেখিয়ে দিয়েছেন অভিষেক।
2/8
দিল্লি ক্রাইম ৩-এ নেগেটিভ চরিত্রে সকলের নজর কেড়েছেন হুমা কুরেশি। শক্তিশালী, তবে অনেক সময় আবেগপ্রবণ এবং ক্ষেত্রে বিশেষে দুর্বল, হুমা কুরেশির মানব পাচারকারীর বলিষ্ঠ চরিত্র, বলিউডের চিরাচরিত খলনায়কের সংঞ্জার খেকে বেশ খানিকটা ভিন্ন।
3/8
মেট্রো ইন দিনোতে পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রও দর্শকদের বেশ মনে ধরে। সাম্প্রতিক সময়ের সম্পর্কের ইতিবৃত্ত নিয়ে তৈরি এই সিনেমায় পঙ্কজ নিজের চরিত্রের মাধ্যমে দর্শকদের কখনও হাসিয়েছেন এবং কখনও তাঁর চরিত্রের মাধ্যমে বিশেষ বার্তাও মিলেছে।
4/8
ধুরন্ধরে তাঁর চরিত্র নেগেটিভ হতে পারে, তবে অক্ষয় খান্নার অভিনয় থেকে তাঁর নাচ, সবই এখন ভাইরাল। বেশ অনেকটা সময় বলিউড জগত থেকে দূরে থাকার পর ছাভা, ধুরন্ধরের মতো একের পর এক সিনেমায় নিজের অভিনয়ে এখন টক অফ দ্য টাউন তিনিই।
5/8
মতান্তরে এই বছরের সবথেকে চর্চিত সিনেমা কান্তারা চ্যাপ্টার ১। সিনেমার অন্যতম খলনায়কের ভূমিকায় গুলশন দেবাইয়াকে দেখা গিয়েছে। অতীতে তাঁর বহু স্মরণীয় পারফরম্যান্স থাকলেও, এই সিনেমা যেন তাঁকে ফের একবার চর্চায় এনে দিয়েছেন।
Continues below advertisement
6/8
রণদীপ হুডা আবারও দর্শকদের অবাক করে দিয়েছেন, কিন্তু এবার যেন একেবারে একটু ভিন্নভাবেই পাওয়া গিয়েছে তাঁকে। 'জাট'-এ তাঁর অভিনয় তিনি নিজের কাজের প্রতি কতটা দায়বদ্ধ এবং অভিনেতা হিসাবে তিনি কতটা দক্ষ, তা প্রমাণ করেছে।
7/8
নিজের চেহারা, হাবভাব থেকে চলন-বলন, ছাভা সিনেমা সবেতেই ভিকি কৌশল নিজের চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যান যে সকলেই সাম্ভাজি মহারাজের চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ হন।
8/8
হক সিনেমার মাধ্য়মে ইয়ামি গৌতম সাম্প্রতিক সময়ে নিজের চোখধাঁধানো পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখেন।
Sponsored Links by Taboola