Armaan Malik: অষ্টম শ্রেণিতে ফেল, আর্থিক অনটন কাটিয়ে ২০০ কোটির সম্পত্তি, ২ স্ত্রী নিয়ে সুখের সংসার আরমান মালিকের
ভারতের সবচেয়ে খ্যাতি সম্পন্ন ও সবচেয়ে ধনী ইউটিউবারদের মধ্যে অন্যতম আরমান মালিক। ইউটিউবে মাত্র আড়াই বছরের সফরেই বিপুল অর্থের মালিক তিনি। জানেন কি তাঁর দুই স্ত্রী, বিশাল পরিবার ও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের সবচেয়ে ধনী ইউটিউবারদের নাম বললে প্রথম সারিতেই মিলবে আরমান মালিকের নাম। তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৭.৬১ মিলিয়ন ও ইতিমধ্যেই তিনি প্রায় ১২০০-এর বেশি ভিডিও তৈরি করে ফেলেছেন। তাঁর চ্যানেল 'মালিক ভ্লগস'-এ প্রতি ভিডিওই প্রায় কয়েক মিলিয়ন ভিউ পায়।
এছাড়াও তাঁর পরিবারের সঙ্গে আরও একাধিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে। সেগুলি হল, 'ফ্যামিলি ফিটনেস', 'চিরায়ু পায়েল মালিক', 'মালিক ফ্যামিলি ভ্লগস', 'নাম্বার ১ রেকর্ডস', 'মালিক কিডস' ও 'মালিক ফিটনেস ভ্লগ'।
সম্প্রতি তিনি সিদ্ধার্থ কননের শোয়ে হাজির হয়েছিলেন তাঁর দুই স্ত্রী, কৃতিকা ও পায়েলকে নিয়ে। সেখানেই তাঁকে বলতে শোনা যায় আর্থিক অনটনের কথা, এবং আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন সেখানে আসার লড়াইয়ের কথা।
সেই সাক্ষাৎকারেই আরমান জানান যে কর্মজীবনের শুরুটা তিনি করেছিলেন মেকানিক হিসেবে। অষ্টম শ্রেণিতে দু'বার অকৃতকার্য হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর ফিরেও আসেন। যথারীতি বাড়ি ফিরে বাবার থেকে বেধড়ক মারও খান তিনি।
মায়ের কথাও মনে করেন আরমান। তিনি জানান ছোটবেলায় তাঁকে তাঁর মা নাকি বারবার বলতেন যে যথেষ্ট পড়াশোনা না করলে কোনওদিন তাঁর বিয়ে হবে না। মায়ের কাছে আরমানই ছিলেন 'হিরো', এই নামেই ছেলেকে ডাকতেন তিনি।
এই সাক্ষাৎকারে আরমান জানান, তাঁর মোট সম্পত্তির পরিমাণও। তাঁর মোট সম্পত্তি শুনলে চোখ কপালে উঠবে। একসময়ে আর্থিক অনটনে ভোগা ইউটিউবারের সম্পত্তি এখন প্রায় ১০০ থেকে ২০০ কোটির মধ্যে।
শুধু তাই নয়। এছাড়াও তাঁর রয়েছে ১০টি ফ্ল্যাট। এগুলির মধ্যে চারটি তাঁর দুই স্ত্রী ও চার সন্তানের জন্য। বাকি ৬টিতে তাঁর কর্মীরা বসবাস করেন। শ্যুটিংয়ের জন্য তাঁর একটি স্টুডিও আছে। তাঁর টিমে ৬জন এডিটর, ২জন গাড়িচালক, ৪ পিসিইউ ও ৯জন পরিচারক আছেন।
অল্প বয়সেই মা ও বাবাকে হারান আরমান। তাঁর এক দাদা ও দুই বোন রয়েছেন। হরিয়ানা থেকে দিল্লিতে ২০০০ টাকা নিয়ে আসেন আরমান। ব্যাঙ্কে চাকরি শুরু করেন ও পায়েলের প্রেমে পড়েন। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়।
বিয়ের ৬ বছর পর আরমান প্রেমে পড়েন তাঁর স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকার। সেই সম্পর্কের কথা পায়েলকে জানান তিনি। কৃতিকাকে বিয়ের পর পায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে। তবে ফের তাঁরা একত্রিত হন। এখন একইসঙ্গে আরমান, পায়েল ও কৃতিকা সংসার করছেন। তাঁদের রয়েছে চার সন্তানও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -