'বিজেপির লড়াই আরও দৃঢ় হবে' রাজীব-বৈশালীদের গেরুয়া উত্তরীয় পরিয়ে বললেন শাহ
দিল্লি বিস্ফোরণের জেরে বঙ্গ সফর বাতিল করলেন অমিত শাহ। এদিকে আজই অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়া, প্রবীর ঘোষাল সহ কয়েকজন তৃণমূল দলত্যাগীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমিত শাহের সভা বাতিল, তারপর তৃণমূল দলত্যাগীদের যোগদান ঘিরে জল্পনা। দিনের শেষে রাজধানীতে গিয়েই গেরুয়া উত্তরীয় পরলেন রাজীব-বৈশালী-রুদ্রনীলরা। পরতে পরতে নাটক আর বিতর্ক। কী কী ঘটল আজ সারাদিনে? দেখুন -
দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়-বৈশালী ডালমিয়া-রুদ্রনীল ঘোষ-প্রবীর ঘোষাল-রথীন চক্রবর্তীরা। নিজের ট্যুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে অমিত শাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত, আমাদের দলে তাঁরা যোগ দেওয়ায় সোনার বাংলা গড়তে বিজেপির লড়াই আরও দৃঢ় হবে।
পৌঁছতে একটু দেরি হলেও আজই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
যোগদানকারী সবাইকে গেরুয়া উত্তরীয় পরিয়ে শিবিরে আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে ইতিমধ্যেই সেজে উঠেছে ডুমুরজলা স্টেডিয়াম। আগামীকাল সেখানে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি।
বালি থেকেই প্রার্থী হতে চাই, বিজেপিতে যোগ দিয়ে জানালেন বৈশালী ডালমিয়া
আগামীকাল ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ
অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম করেন বৈশালী। দেওয়া হয় ফুলও।
‘কাল হাওড়ায় আরও অনেকের বিজেপিতে যোগ দেবেন’, যোগদানের পর জানান রাজীব।
সেখানেই বিজেপিতে যোগ দেন রাজীব, বৈশালী, প্রবীর, রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ
যোগদান কর্মসূচী যাতে স্থগিত না থাকে যেজন্য বিজেপির তরফে পাঠানো হয় চার্টার্ড ফ্লাইট। তাতে করেই রাজধানীর উদ্দেশে রওনা দেন টিম রাজীব-বৈশালী।
রাত্রে অমিত শাহের বাসভবনে পৌঁছান তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -