নতুন ফোন নম্বরও ছিল না পরিবারের কাছে...সুশান্তের বাবা-দিদির সঙ্গে অঙ্কিতার শেষ কী কথা হয়েছিল? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন অঙ্কিতা
সুশান্তের বাবার বিষয়ে কথা বলার সময়, অঙ্কিতা তাঁকে 'বাবা' বলে সম্বোধন করেন।
এতকিছু জানার পরও কেন এত দেরি করে এফআইআর করল সুশান্তের পরিবার? অঙ্কিতা মনে করেন, 'ওঁরা রাজকুমারকে হারিয়েছেন। শোক সামলে উঠতে হয়ত সময় লেগেছে। তবে ওঁরা যা করছেন, ভালো ভেবেই করছেন মনে হয়। আমি ওঁদের বিশ্বাস করি।'
অঙ্কিতার দাবি, সুশান্তের রানি দিদির সঙ্গেও তাঁর কথা হয়। 'বাগী থ্রি'র ট্রেলার মুক্তির পর রানিই তাঁকে ফোন করেন। জানান, সুশান্ত তাঁর চণ্ডীগড়ের বাড়িতে প্রায় এক বছর পর দেখা করতে গিয়েছিল। কিন্তু তারপর আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অঙ্কিতা জানান, সুশান্তের বাবা তাকে জানিয়েছিলেন, সুশান্ত ফোন নম্বর বদলে ফেলেছে। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখছে না। এমনকী যে দিদি তাঁকে মা মারা যাবার পর আদর-যত্নে রেখেছিল, তার সঙ্গেও যোগাযোগ ছিল না। এই ঘটনা তাঁকে খুবই অবাক করে।
সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিক অঙ্কিতা লোখণ্ডের এই সাক্ষাৎকার নিয়ে আপাতত তুঙ্গে তরজা।
অঙ্কিতা দাবি করেন, ''সুশান্তের বাবার সঙ্গে তাঁর কথা হত। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও।''
বলেন, ''সুশান্ত এমন একটা ছেলে, যে প্রচুর বই পড়ত, ডায়েরি লিখত, ভয়ের ছবি দেখতে ভালবাসত। বাচ্চাদের মতো চকোলেট খেত। অন্যকে অনুপ্রেরণা জোগাত।''
“সুশান্ত কোনও ভাবেই আত্মহত্যা করতে পারে না। আর অবসাদগ্রস্ত হওয়ার ছেলেও ও নয়। আমি নিশ্চিত ওর সঙ্গে ভয়ঙ্কর কিছু হয়েছে। আমি সেই ভয়ঙ্করকে জানতে চাই।”, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করেন অঙ্কিতা।
মৃত্যুর দেড় মাস পর প্রথমবার মুখ খুললেন সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে। নীরবতা ভেঙে অঙ্কিতা জানিয়ে দিলেন, সুশান্ত কখনও অবসাদগ্রস্ত হতে পারেন না। শুধু তাই নয়, একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।