ঘণ্টায় ১৮২ কিলোমিটার বেগে ছুটবে, দেখুন র্যাপিড ট্রানজিট সিস্টেম ট্রেনের ফার্স্ট লুক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Sep 2020 12:32 AM (IST)
1
ছবি প্রকাশ করে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকে দাবি, ৮২ কিলোমিটার লম্বা করিডরে ১৮২ কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়বে ট্রেনটি।
2
বর্তমানে সড়ক পথে দিল্লি থেকে মেরঠ যেতে সময় লাগে ৩-৪ ঘণ্টা।
3
এই ট্রেনে করে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে।
4
অত্যাধুনিক এই ট্রেন পুরোপুরি বাতানুকুল।
5
একটি কামরা থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত।
6
প্রতি কামরার থাকবে ২ পাশে ৩টি করে দরজা। বিজনেস ক্লাসের কামরায় ২ দিকে ২টি করে দরজা।
7
আরামদায়ক বসার জায়গার সঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপ চার্জিং পয়েন্ট, ওয়াইফাই সহ একাধিক সুবিধা থাকবে।
8
২০২৫ সালে সাধারণের জন্য এই করিডর খুলে দেওয়ার কথা।
9
প্রকাশ্যে এল দিল্লি-মেরঠ রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম বা আরআরটিএস ট্রেন-এর প্রথম ঝলক।