Netaji Birth Anniversary 2021 Photos: রক্তের বিনিময়ে স্বাধীনতা, নেতাজির ডাক উদ্বেল করেছিল যুব হৃদয়কে
রক্তের বিনিময়ে স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিসেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে তাঁর নাম। ওড়িশার কটকে বাঙালি পরিবারে ২৩ জানুয়ারি ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। সুভাষ যেকোন মূল্যে তাঁর দেশের জন্য স্বাধীনতা চেয়েছিলেন। তিনি তাঁর পুরো জীবন দেশের নামে উৎসর্গ করেছিলেন। শেষ নিঃশ্বাস অবধি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। দেখে নিন নেতাজির কিছু ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতমাতা স্বাধীনতার জন্য লড়াইয়ে নামেন তিনি। হয়ে ওঠেন নেতাজি। দেশের যুব সমাজের আদর্শ তিনি।
যদিও দেশের স্বাধীনতার ইতিহাসের নেতাজির মৃত্যু এখনও রহস্য। তাঁর দেশপ্রেম অনুকরণীয়।
তিনি কংগ্রেসের সভাপতিও ছিলেন।
সুভাষ চন্দ্র বসু আগে স্বাধীনতা সংগ্রামের জন্য কংগ্রেসের হাল ধরেছিলেন। কিন্তু তাঁর মনে হয়েছিল যে যুদ্ধ ছাড়া ভারতের স্বাধীনতা সম্ভব নয়।
জাপানের সহায়তায় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'।
সুভাষচন্দ্র বসুর বাবা মায়ের ১৪ জন সন্তান ছিল। যার মধ্যে নেতাজি ছিলেন নবম সন্তান।
ব্রিটিশ সরকার তাঁকে ভারত থেকে নির্বাসন দেওয়ায় নেতাজি ইউরোপে পাড়ি দেন। সেখানে থাকাকালীন নেতাজি স্বাধীনতা সংগ্রামে জড়িত তাঁর কমরেডদের চিঠি লিখতেন।
ভারতের স্বাধীনতার জন্য সারা বিশ্বে প্রচার করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -