অটো এক্সপো ২০২০-নজর কাড়ল টাটার চার নয়া এসইউভি
দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডায় অটো এক্সপো ২০২০-তে দেশের ও বিদেশের অটোমোবাইল কোম্পানিগুলি এই এক্সপো-তে সামিল হচ্ছে। এই অটো এক্সপো-র শুরুতে টাটা মোটর্স চার নয়া এসইউভি সামনে এনেছে। টাটা মোটর্স কনসেপ্ট কার HBX ও সিয়েরা সামনে এনেছে, যেগুলি খুব শীঘ্রই আসছে ভারতের বাজারে।অন্যটি হেরিয়ার কার রেঞ্জ। এবার আরও বেশি শক্তিশালী ইঞ্জিন ও অটোমেটিক গিয়ারবক্স সহ তা সমানে আনা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাইজের ক্ষেত্রে তা টাটা হেরিয়ারের থেকে বড় হবে। এর ইন্টিরিওর ডিজাইন খুবই নজরকাড়া। এরসঙ্গে রয়েছে একাধিক স্ক্রিন।
টাটা সিয়েরা-র বিশেষত্ব- টাটার সিয়েরা একটি পরিচিত নাম। তিন দরজা বিশিষ্ট এই এসইউভি টাটা নয়া ভ্যারিয়েন্টে দ্বিতীয়বার বাজারে আনছে।
পুরানো সিয়েরা-তে যেখানে শুধু তিনটি দরজা ছিল, সেখানে নয়া মডেল ফুল সাইজ ইলেকট্রিক এসইউভি
এটি খুব শীঘ্রই বাজারে আসছে।
দেখুন-আরও কিছু ছবি
Tata HBX-র বিশেষত্ব- এইচবিএক্স টাটার সবচেয়ে ছোট এসইউভি, যাকে মাহিন্দ্রার KUV100-র প্রতিদ্বন্দ্বী বলেই মনে করা হচ্ছে। এটি মাইক্রো এসইউভি কিন্তু ডিজাইন হেরিয়ারের মতো। বড় হুইলের সঙ্গে এসইউভি-র মতো প্রোপোরশন দেওয়া হয়েছে। ইন্টিরিওয়র ডিজাইনে দৃশ্যত অল্ট্রোর সঙ্গে মিল রয়েছে।
এর দাম সাধারণ হেরিয়ারের চেয়ে বেশি হবে এবং আগের থেকে আরও কিছু ফিচার থাকবে।
নয়া টাটা হেরিয়ারের বিশেষত্ব- নয়া টাটা হেরিয়ারে ডুয়েল টোন লুক দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হল এর ৬ স্পিড অটোমেটিক ও 170 bhp ডিজেল ইঞ্জিন।
টাটা গ্র্যাভিটাসের বিশেষত্ব- টাটা গ্র্যাভিটাস হেরিয়ারের থ্রি রো ভার্সন।
দেখুন-আরও কিছু ছবি
টাটা গ্র্যাভিটাসে থাকছে আরও শক্তিশালী BS6 2.0 ডিজেল ইঞ্জিন।
সাত আসন ছাড়াও রয়েছে অটোমেটিক গিয়ারবক্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -