অটো এক্সপো ২০২০-নজর কাড়ল টাটার চার নয়া এসইউভি

1/13
দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডায় অটো এক্সপো ২০২০-তে দেশের ও বিদেশের অটোমোবাইল কোম্পানিগুলি এই এক্সপো-তে সামিল হচ্ছে। এই অটো এক্সপো-র শুরুতে টাটা মোটর্স চার নয়া এসইউভি সামনে এনেছে। টাটা মোটর্স কনসেপ্ট কার HBX ও সিয়েরা সামনে এনেছে, যেগুলি খুব শীঘ্রই আসছে ভারতের বাজারে।অন্যটি হেরিয়ার কার রেঞ্জ। এবার আরও বেশি শক্তিশালী ইঞ্জিন ও অটোমেটিক গিয়ারবক্স সহ তা সমানে আনা হয়েছে।
2/13
সাইজের ক্ষেত্রে তা টাটা হেরিয়ারের থেকে বড় হবে। এর ইন্টিরিওর ডিজাইন খুবই নজরকাড়া। এরসঙ্গে রয়েছে একাধিক স্ক্রিন।
3/13
টাটা সিয়েরা-র বিশেষত্ব- টাটার সিয়েরা একটি পরিচিত নাম। তিন দরজা বিশিষ্ট এই এসইউভি টাটা নয়া ভ্যারিয়েন্টে দ্বিতীয়বার বাজারে আনছে।
4/13
পুরানো সিয়েরা-তে যেখানে শুধু তিনটি দরজা ছিল, সেখানে নয়া মডেল ফুল সাইজ ইলেকট্রিক এসইউভি
5/13
এটি খুব শীঘ্রই বাজারে আসছে।
6/13
দেখুন-আরও কিছু ছবি
7/13
Tata HBX-র বিশেষত্ব- এইচবিএক্স টাটার সবচেয়ে ছোট এসইউভি, যাকে মাহিন্দ্রার KUV100-র প্রতিদ্বন্দ্বী বলেই মনে করা হচ্ছে। এটি মাইক্রো এসইউভি কিন্তু ডিজাইন হেরিয়ারের মতো। বড় হুইলের সঙ্গে এসইউভি-র মতো প্রোপোরশন দেওয়া হয়েছে। ইন্টিরিওয়র ডিজাইনে দৃশ্যত অল্ট্রোর সঙ্গে মিল রয়েছে।
8/13
এর দাম সাধারণ হেরিয়ারের চেয়ে বেশি হবে এবং আগের থেকে আরও কিছু ফিচার থাকবে।
9/13
নয়া টাটা হেরিয়ারের বিশেষত্ব- নয়া টাটা হেরিয়ারে ডুয়েল টোন লুক দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হল এর ৬ স্পিড অটোমেটিক ও 170 bhp ডিজেল ইঞ্জিন।
10/13
টাটা গ্র্যাভিটাসের বিশেষত্ব- টাটা গ্র্যাভিটাস হেরিয়ারের থ্রি রো ভার্সন।
11/13
দেখুন-আরও কিছু ছবি
12/13
টাটা গ্র্যাভিটাসে থাকছে আরও শক্তিশালী BS6 2.0 ডিজেল ইঞ্জিন।
13/13
সাত আসন ছাড়াও রয়েছে অটোমেটিক গিয়ারবক্স।
Sponsored Links by Taboola