ভূমিকম্পের পর আতঙ্কে পরিত্যক্ত, ইতালির এই শহরে বাড়ি কিনুন ৮৬ টাকায়!
১৯৬৮ সালে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সালেমি। এরপরেই হাজার হাজার মানুষ এই শহর ছাড়তে শুরু করেন। ইতালি থেকে ছবিগুলি পাঠিয়েছেন বিপ্লব দেবনাথ।
সালেমি অত্যন্ত প্রাচীন শহর। পরিত্যক্ত বাড়িগুলিও কয়েক শতাব্দী পুরনো।
সালেমির মেয়র ডমেনিকো ভেনুতি জানিয়েছেন, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা সহ পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। এখানে যাঁরা বাড়ি কিনে থাকবেন, তাঁদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, তার ব্যবস্থা করছে প্রশাসন।
ইতালির দক্ষিণ প্রান্তের শহর সালেমিতে ভারতীয় মুদ্রায় মাত্র ৮৬ টাকায় বাড়ি পাওয়া যাচ্ছে।
এই জায়গাগুলিতে যাতে ফের মানুষের বসবাস শুরু হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
ইতালির অনেক জায়গাই প্রায় জনশূন্য হয়ে পড়ছে। সেখানকার বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছেন। ফলে বাড়ি খালি পড়ে থাকছে।
জলের দরে বাড়ি! না, বিজ্ঞাপনের চমক নয়। সত্যিই অভাবনীয় দরে বাড়ি পাওয়া যাচ্ছে। তাও আবার এদেশে নয়, ইতালিতে।