Gourab-Devlina Marrriage: গায়ে হলুদে ঢাকাইয়ের সাজে দেবলীনা, এক্সক্লুসিভ ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Dec 2020 12:56 PM (IST)
1
সকাল সকাল হয়ে গেল গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের ঢাকাই শাড়িতে নজর কেড়ে নিলেন অভিনেত্রী দেবলীনা।
2
করোনা আবহে বিয়ে। তাই বিরাট ধুমধাম না হলেও, দেবলীনার পরিবারে হইচইয়ের শেষ নেই।বিয়ের একদিন আগে হাতে মেহেন্দি নিয়েই গিয়েছিলেন জিমে, তুলেছিলেন ওজন। সব ছবি - ইনস্টাগ্রাম
3
গৌরবের পরনে থাকছে সাদা-সোনালি কম্বিনেশনের ধুতি পঞ্জাবি।
4
এক্কেবারে সনাতনী সাজেই সাজবেন তিনি। জানালেন অভিষেক নিজেই।
5
আজ সন্ধেয় দেবলীনা সেজে উঠবেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা পোশাকে। দেবলীনা পরছেন, কাতান বেনারসি।
6
আজই সেই দিন। চার-হাত এক হতে চলেছে দেবলীনা-গৌরবের। তার আগে দুই পরিবারেরই ব্যস্ততা তুঙ্গে।
7
নিজেই আপলেড করেছিলেন সেই সব ছবি।
8
হাত ভরা মেহেন্দি। চোখে হাসির ঝিলিক। বিয়ের দুদিন আগে এভাবেই ক্যামেরায় ধরা দিয়েছিলেন উত্তম কুমারের হবু নাতবউ দেবলীনা কুমার।