Gourab-Devlina Marrriage: গায়ে হলুদে ঢাকাইয়ের সাজে দেবলীনা, এক্সক্লুসিভ ছবি
সকাল সকাল হয়ে গেল গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের ঢাকাই শাড়িতে নজর কেড়ে নিলেন অভিনেত্রী দেবলীনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে বিয়ে। তাই বিরাট ধুমধাম না হলেও, দেবলীনার পরিবারে হইচইয়ের শেষ নেই।বিয়ের একদিন আগে হাতে মেহেন্দি নিয়েই গিয়েছিলেন জিমে, তুলেছিলেন ওজন। সব ছবি - ইনস্টাগ্রাম
গৌরবের পরনে থাকছে সাদা-সোনালি কম্বিনেশনের ধুতি পঞ্জাবি।
এক্কেবারে সনাতনী সাজেই সাজবেন তিনি। জানালেন অভিষেক নিজেই।
আজ সন্ধেয় দেবলীনা সেজে উঠবেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা পোশাকে। দেবলীনা পরছেন, কাতান বেনারসি।
আজই সেই দিন। চার-হাত এক হতে চলেছে দেবলীনা-গৌরবের। তার আগে দুই পরিবারেরই ব্যস্ততা তুঙ্গে।
নিজেই আপলেড করেছিলেন সেই সব ছবি।
হাত ভরা মেহেন্দি। চোখে হাসির ঝিলিক। বিয়ের দুদিন আগে এভাবেই ক্যামেরায় ধরা দিয়েছিলেন উত্তম কুমারের হবু নাতবউ দেবলীনা কুমার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -