'তুমিই আমার নায়ক, আমার অনুপ্রেরণা', বাবার জন্মদিনে আবেগ ধরে রাখতে পারলেন না দেব
দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর গুরুত্বপূর্ণ পদে আছেন তাঁর বাবা। প্রোডাকশন হাউসের তরফেও তাঁকে জানানো হয়েছে জন্মদিনের শুভেচ্ছা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ কলকাতার 'টলি টেলস' রেস্তরাঁর কর্ণধার তিনিই। পাশাপাশি সামলান আরও দায়িত্ব।
বাবা গুরুপদ অধিকারীই তাঁর জীবনের অনুপ্রেরণা। এই কথা লিখেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
গুরুপদ অধিকারী। টলিউডের 'চ্যাম্প'-এর জীবনে রিয়্যাল হিরো তিনিই। অভিনেতা দেবের বাবার জন্মদিন আজ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন অভিনেতা দেব।
সম্প্রতি করোনাকালে অযোধ্যায় রামমন্দির নির্মাণের এমন এলাহি আয়োজন নিয়েই এবার প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালের তৃণমূল সাংসদের প্রশ্ন, “এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।”
কিছুদিন আগে পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে খবরের শিরোনামে আসেন অভিনেতা দেব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -