Horoscope December 15: দেখে নিন কেমন যাবে আপনার দিন
ভাবনার তারতম্য কাজের গতিকে প্রভাবিত করতে পারে। ব্যবসায় যুক্ত ব্যক্তিরা সতর্ক থাকুন। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে সতর্ক থাকুন।
সতর্ক থাকুন সব বিষয়েই। মিডিয়া, শিক্ষা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের পক্ষে শুভ দিন। ভোগাতে পারে পায়ের সমস্যা।
কেউ সমস্যায় থাকলে চেষ্টা করুন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এড়িয়ে চলুন ময়দা জাতীয় খাবার।
আনন্দের রেশ হঠাৎ বদলে যাওয়ার আশঙ্কা। কর্ম ও ব্যক্তিজীবনের মধ্যে সামঞ্জস্য তৈরির রাস্তা খুঁজুন। কোলেস্টোরলের সমস্যায় যারা ভোগেন, সতর্ক থাকুন।
উদ্যমের সঙ্গে দিন কাটবে। বাকি থাকা কাজ শেষ করুন। উৎকন্ঠায় ভোগা স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিষ্টার জোরে সফল হবেন। শিক্ষার্থীদের পক্ষে শুভ দিন। শরীরের দিকে নজর দিন। পরিবারে কোনও সমস্যা চলতে থাকলে তা সমাধানে নজর দিন।
আত্মবিশ্বাসের সঙ্গে দিন কাটবে। কেউ ভুল মন্ত্রণা দিতে পারে, নিজের উপর আস্থা রাখুন। ইনফেকশনের সমস্যা ভোগাতে পারে।
অসন্তুষ্টির বোধ সারাদিন বিব্রত করতে পারে। টাকা পয়সা খরচের বিষয়ে সংযত হোন। ভোগাতে পারে পিঠের ব্যথা।
এগিয়ে যেতে বিকল্প রাস্তার সন্ধান শুরু করতে পারেন। নতুন কাজের, অর্থ উপার্জনের শুভ যোগ। ভোগাতে পারে স্বাস্থ্য। কাছাকাছি কোথাও ঘোরার দিকে নজর দিন।
কাজের চাপ বাড়বে। সহকর্মীরা হয়ে দাঁড়াতে পারে অগ্রগতিতে বাধার কারণ। অর্থহানির আশঙ্কা।
সংশয়ের জালে আটকে যাওয়ার আশঙ্কা। ধৈর্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। লক্ষ্যে স্থির থাকা দরকার। ভোগাতে পারে মাথাব্যথা।
কাক্ষিত জিনিস না পেলেও হতাশ না হয়ে প্রচেষ্টা বজায় রাখুন। কর্মক্ষেত্রে শুভ দিন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।