সকালে চায়ের বদলে অভ্যাস করুন এই পাঁচ তরল, ইমিউনিটি বাড়বেই
ডাবের জল: চিনির পরিমাণ কম এবং সর্বাধিক পরিমাণ ইলেকট্রোলাইট থাকার কারণে ডাবের জল সবসময়ই শরীরে পক্ষে ভাল। হ্যাংওভার কাটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাজরের রস: গাজর এবং বিটের রসে থাকে ভিটামিন-‘এ’, ‘সি’ ও ‘ই’। একইসঙ্গে এতে থাকে আয়রন ও ক্যালসিয়ামও। চায়ের অভ্যাস বদলে গাজর ও বিটের রস খেলে নিঃসন্দেহে শরীরে তরতাজা ভাব অনুভব করবেন।
লেমোনেড: সহজভাবে বললে লেবু জল। সকালে খালি পেটে লেবু জল শরীরে মেটাবলিজম বাড়ায় এবং একই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে।
অ্যালোভেরা জুস: ত্বক কোমল তো করেই একই সঙ্গে অ্যালোভেরার রস শরীরে বাড়ায় ইমিউনিটি। সকালে খালি পেটে এলোভেরা জুস স্বাস্থ্যের পক্ষে ভাল।
গ্রিন টি: পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে গ্রিন টি শরীরের কোষক্ষয় হ্রাস করে। আর সেকারণেই চা কিংবা কফির থেকে তুলনামূলক ভাল গ্রিন টি খাওয়া।
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? তাহলে সকালে চায়ের অভ্যাস ছেড়ে লেমোনেড, এলোভেরা জুস, গাজরের রস খান। চিকিৎসকরা বলছেন, এতে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিতভাবে বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -