Happy New Year 2021: স্বাগত নতুন বছর ২০২১, দেখুন বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের ছবি
বিশ্বের অনেক দেশেই অবশ্য নতুন করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। সেই কারণে নববর্ষের উৎসব অন্যান্যবারের মতো হচ্ছে না। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি অনেকটাই ভাল। সেই কারণেই উৎসবে বিধিনিষেধ সেভাবে নেই। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
অকল্যান্ড হারবার ব্রিজে বর্ষবরণের উৎসেব যোগ দিতে হাজির ছিলেন বহু মানুষ। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
করোনা-সতর্কতা থাকলেও, মানুষের উৎসাহে অবশ্য ঘাটতি ছিল না। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
নিউজিল্যান্ডের অকল্যান্ডে সবার আগে হয় বর্ষবরণ। এবার অবশ্য করোনা আবহে ভিড় ছিল নিয়ন্ত্রিত। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
দেখছেন মেলবোর্নে বর্ষবরণের আরও একটি ছবি। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
মেলবোর্নেও উৎসবের আবহ চোখে পড়ে। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
তবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় উৎসবের চেহারা দেখা যায় সিডনি হারবারেই। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
অস্ট্রেলিয়ার সিডনি ছাড়াও নিউ সাউথ ওয়েলশ, ভিক্টোরিয়া সহ অন্যান্য অংশেও প্রতিবারের মতোই স্বাগত জানানো হয় নতুন বছরকে। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
করোনার আতঙ্ক দূরে সরিয়ে রেখেই বর্ষবরণের উৎসবে সামিল হয়েছেন অসংখ্য মানুষ। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
সিডনি অপেরা হাউসে আতসবাজির মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ছবি সৌজন্যে গেটি ইমেজেস