নিসর্গের তাণ্ডব: কয়েক ঘণ্টার ঝড়েই লন্ডভন্ড মহারাষ্ট্র
বাংলা ও ওড়িশায় যে ঘূর্ণিঝড় উমপুন আছড়ে পড়েছিল, তা ছিল অনেক বেশি শক্তিশালী। তাই উমপুনের তাণ্ডবে অনেক বেশি ক্ষতি হয়েছে। সে তুলনায় নিসর্গ অনেকটাই দুর্বল হয়ে যাওয়ায় এ যাত্রা রক্ষা পেয়েছে মহারাষ্ট্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। সে সব সরানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি হাত লাগিয়েছেন পুরসভার কর্মীরা।
মৌসম ভবন সূত্রে খবর, মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়ার আগে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল নিসর্গ। তাই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড়ে।
প্রশাসন সূত্রে খবর, পুণেতে প্রায় ১০০টি কাঁচা বাড়ি ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে।
মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডবে তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুণেতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -