দেখুন, তিন মাস পরে খুলল আইফেল টাওয়ার, ফের শুরু পর্যটকদের আনাগোনা
দেখছেন আইফেল টাওয়ারের আরও ছবি। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখছেন আইফেল টাওয়ারের আরও ছবি। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
দেখছেন আইফেল টাওয়ারের আরও ছবি। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
দেখছেন আইফেল টাওয়ারের আরও ছবি। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
আইফেল টাওয়ারের স্মারক বিক্রিও ফের শুরু হয়েছে। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
আইফেল টাওয়ারের উপর থেকে সিন নদীর অপরূপ শোভা। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
আইফেল টাওয়ার ফের খুলে যাওয়ায় পর্যটকরা খুশি। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
ফ্রান্সে করোনা সংক্রমণের হার কমায় লকডাউন শিথিল করেছে সরকার। এরপরেই খুলে গিয়েছে আইফেল টাওয়ার। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
পর্যটকরাও সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরেই আইফেল টাওয়ারে যাচ্ছেন। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
পর্যটকরাও করোনা সংক্রমণ এড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করছেন। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
পর্যটকরা অবশ্য এটুকু কষ্ট সহ্য করতে রাজি। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
আইফেল টাওয়ারের উপরে উঠে প্যারিসের শোভা ফের দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। তবে এখন তাঁদের সিঁড়ি বেয়েই উপরে উঠতে হচ্ছে। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
প্রতি বছর প্রায় ৭০ লক্ষ পর্যটক আইফেল টাওয়ারে যান। ফের এই পর্যটনস্থল খুলে গেলেও, পর্যটকদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল প্যারিসের আইফেল টাওয়ার করোনা ভাইরাস সংক্রমণের জেরে তিন মাস বন্ধ ছিল। ফের আইফেল টাওয়ার খুলেছে বৃহস্পতিবার থেকে। ছবি সৌজন্যে টমাস স্যামসন/এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -