সদগুরুর সঙ্গে দেখা করলেন উইল স্মিথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2020 08:34 PM (IST)
1
তাঁরা জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।
2
সম্প্রতি সদগুরুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত ও জুহি চাওলা। সব ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
3
সদগুরুর সঙ্গ উপভোগ করেছেন স্মিথ।
4
এ বিষয়ে সদগুরুর ট্যুইট, ‘উইল, তোমার ও তোমার পরিবারের সঙ্গে সময় সময় কাটিয়ে ভাল লাগল। তোমার সঙ্ঘ শক্তিশালী হোক এবং ধর্ম তোমাকে পথ দেখাক।’
5
স্মিথের সঙ্গে তাঁর পরিবারের লোকজনও ছিলেন।
6
আধ্যাত্মিক গুরু ও লেখক সদগুরুর সঙ্গে দেখা করলেন হলিউড তারকা উইল স্মিথ।