Mahaparinirvan Divas: আজ অম্বেডকরের প্রয়াণ দিবস, শ্রদ্ধা জানালেন বেঙ্কাইয়া, মোদি, নীতীশ, ধনকড়
১৯৫৬ সালের ৬ ডিসেম্বর প্রয়াত হন অম্বেডকর।
আজ অম্বেডকরের প্রয়াণ দিবস উপলক্ষে মুম্বইয়ে রক্তদান শিবির আয়োজন করা হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জগদীপ ধনকড়ও অম্বেডকরকে শ্রদ্ধা জানিয়েছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও অম্বেডকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও অম্বেডকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ছবি সৌজন্যে পিটিআই
৬৪-তম ‘মহাপরিনির্বাণ দিবস’-এ অম্বেডকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ছবি সৌজন্যে এএনআই
আজ ট্যুইট করে অম্বেডকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অম্বেডকরের চিন্তাধারা ও আদর্শ আজও লক্ষ লক্ষ মানুষকে শক্তি জোগায়। আমরা দেশের জন্য তাঁর স্বপ্ন পূরণ করার বিষয়ে দায়বদ্ধ।’ ছবি সৌজন্যে পিটিআই
আজ সংবিধানের রচয়িতা বি আর অম্বেডকরের প্রয়াণ দিবস। দিনটি ‘মহাপরিনির্বাণ দিবস’ হিসেবে পালিত হয়। সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে।