ফের লীলাবতী হাসপাতালে এলেন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত! কেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2020 10:18 AM (IST)
1
সব ছবি - মানব মঙ্গলানি।
2
সেই সময় সঞ্জয়ের সঙ্গে ছিলেন বোন প্রিয় দত্ত
3
শনিবার সন্ধ্যায় সঞ্জয়কে একবার অন্ধেরির কোলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালেও যেতে দেখা গিয়েছিল।
4
সাদা কুর্তা পাজামা পরে হাসপাতালে এসেছিলেন সঞ্জয়।
5
আজও কিছু পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর।
6
আপাতত বেশ কিছু পরীক্ষা করা হবে তাঁর।
7
সূত্রের খবর, বেশ কিছু ধাপ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে তাঁর ক্যান্সারের।ফুসফুসে জাঁকিয়ে বসেছে মারণ রোগ।
8
আজ ফের হাসপাতালে ভর্তি হয় তাঁকে। ফেস শিল্ড পরে হাসপাতালে আসেন সঞ্জয়।
9
এর আগেও এই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু প্রয়োজনীয় টেস্ট করে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
10
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত ফের একবার মুুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন। ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন তিনি।