অধিনায়ক হিসাবে সাফল্যের হার ১০০ শতাংশ! দেখুন ক্যাপ্টেন রাহানের রেকর্ড
টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি রয়েছে রাহানের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের হয়ে ৬৬টি টেস্ট খেলে ৪২.৪৫ গড়ে ৪২৪৫ রান করেছেন রাহানে।
টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে রাহানের সাফল্যের হার ১০০ শতাংশ। তবে দেশের বাইরে তিনি কখনও টেস্টে ভারতের অধিনায়কত্ব করেননি।
২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দেন রাহানে। সেই ম্যাচে ইনিংস ও ২৬২ রানে জয়ী হয় ভারত।
এর আগে দুটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। ঘটনাচক্রে, টেস্টে অধিনায়ক হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে ২০১৭ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। সেবার কোহলি চোট পেয়েছিলেন বলে নেতৃত্বের ভার এসে পড়েছিল রাহানের ওপর। ধর্মশালায় সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছিল ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে দেশে ফিরে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে বাকি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -