Ind vs Australia, Sydney Test: সিডনি টেস্টে দুই ইনিংসেই ওপেনিং জুটিতে ৫০-এর বেশি রান, ৫৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন রোহিত-শুবমান
আজ ম্যাচের চতুর্থ দিন ৬ উইকেটে ৩১২ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিং করতে নেমে জোড়া উইকেট হারায় ভারত। ছবি সৌজন্যে ট্যুইটার
সিডনিতে দুই ইনিংসেই ভাল পারফরম্যান্স দেখাল ভারতের ওপেনিং জুটি। কিন্তু তা সত্ত্বেও মিডল অর্ডার সেভাবে খেলতে না পারায় হারের ভ্রুকূটি ভারতের সামনে। ছবি সৌজন্যে এএফপি
রোহিত ও শুবমান ৫৩ বছরের পুরনো একটি নজির স্পর্শ করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসেই ৫০-এর বেশি রান যোগ করলেন ভারতের ওপেনাররা। এর আগে ১৯৬৭-৬৮ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনিতেই চতুর্থ টেস্টে এই নজির গড়েন ফারুক ইঞ্জিনিয়ার ও সৈয়দ আবিদ আলি। তাঁদের ওপেনিং জুটিতে প্রথম ইনিংসে ৫৬ এবং দ্বিতীয় ইনিংসে ৮৩ রান ওঠে। ছবি সৌজন্যে এএফপি
সিডনিতে দুই ইনিংসেই ভারতের ওপেনিং জুটিতে ৫০-এর বেশি রান যোগ হয়। প্রথম ইনিংসে ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৭০ রান এবং দ্বিতীয় ইনিংসে ওঠে ৭১ রান। ছবি সৌজন্যে এএফপি
এই টেস্টেই অভিষেক হয়েছে তরুণ ব্যাটসম্যান শুবমানের। তাঁর সঙ্গে ওপেন করতে নামেন চোট সারিয়ে দলে ফেরা রোহিত। ছবি সৌজন্যে এএফপি
চতুর্থ দিনের শেষে ক্রিজে ভারতের অস্থায়ী অধিনায়ক অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। ম্যাচ বাঁচানোর জন্য এই জুটির দিকে তাকিয়ে ভারতীয় শিবির। ছবি সৌজন্যে এএফপি
আজ আউট হয়ে গিয়েছেন ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। রোহিত ৫২ ও শুবমান ৩১ রান করেন। ছবি সৌজন্যে এএফপি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৪০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৯৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। জয়ের জন্য এখনও দরকার ৩০৯ রান। ছবি সৌজন্যে ট্যুইটার