দেশে ৪ দিনে ২ লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা ! দেখে নিন, করোনা-চিত্র
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চারদিনে ২ লক্ষ ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। ২৯ জুলাই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ৫১৩।
৩০ জুলাই দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়ে হয় ৫২ হাজার ১২৩।
৩১ জুলাই দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৫ হাজার ৭৯। আর ১ অগাস্ট দৈনিক সংক্রমণের সংখ্যা ৫৭ হাজার ১১৭।
আনলক থ্রি-র শুরুতেই ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড। একদিনে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১১৭ জন।
ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জনের।
ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের।
মহারাষ্ট্রের অবস্থা দেশের মধ্যে এখনও উদ্বেগের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৯৪ জনের।
মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ২৬৫ জনের।
মহারাষ্ট্রে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৯৬৬।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১২।
দক্ষিণের রাজ্যগুলিতে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। অন্ধ্রপ্রদেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৫ হাজার ৭২০। একদিনে আক্রান্ত ৬ হাজার ৪৬৮। মৃত ১ হাজার ৩৪৯। অ্যাক্টিভ কেসের নিরিখে এখন তালিকার দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ।
কর্ণাটকে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২ হাজার ১৩। একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০৫। মৃত্যু হয়েছে ২ হাজার ৩১৪ জনের।