স্বাধীনতা দিবসেই কি ভারতে মিলবে করোনার প্রতিষেধক? জেনে নিন লেটেস্ট আপডেট
বাংলাতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৬৯জন করোনা আক্রান্ত হয়েছেন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৯০৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
৭ জুলাই থেকে শুরু হবে এই প্রতিষেধকের ট্রায়াল।
বেলগাঁও, নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ
দেশের বিভিন্ন প্রান্তে প্রথম দেশীয় করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হবে বিশাখাপত্তনম, রোহতক, দিল্লি, পটনা।
কোভ্যাক্সিনের ট্রায়াল কলকাতাতেও হবে। পরিচালনা করবে নাইসেড। কলকাতাতেও কোভ্যাক্সিনের পরীক্ষার জন্য চারটি ওয়ার্ড প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে নাইসেড সূত্রে খবর।
দ্রুত কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল শেষ করতে হবে যাতে আগামী ১৫ অগস্ট ওই ভ্যাকসিন বাজারে আনা যায়।
''টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে যা যা করণীয় বিবিআইএল-এর সহযোগিতায় সেই সবই করেছে ও করে চলেছে আইসিএমআর।
আইসিএমআর-এর অধিকর্তার এই চিঠিই সেই সম্ভাবনাকে জোরাল করে তুলেছে। চিঠিতে বলা হয়েছে, ''টিকা বানানোর জন্য সার্স-কভ-২ ভাইরাসের স্ট্রেন সংগ্রহ করা হয়েছিল আইসিএমআর-এর অধীনে থাকা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে।’’
পাঁচ সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে, আবার ভ্যাকসিন বাজারেও চলে আসবে, এটা কতটা সম্ভব? প্রশ্ন বিশেষজ্ঞদের।
পাঁচ সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে, আবার ভ্যাকসিন বাজারেও চলে আসবে, এটা কতটা সম্ভব?
স্বাধীনতা দিবসেই কি ভারতে মিলবে করোনার প্রতিষেধক?