India Vs England: কোয়ারান্টিন পর্ব শেষে প্রস্তুতি ভারতীয় দলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2021 12:15 PM (IST)
1
ভারতীয় ক্রিকেট দলের ভরসা যোগ্য ত্রয়ী। রীতিমতো মেরুদণ্ড হয়ে উঠেছেন তাঁরা। কোচও তাঁদের যথেষ্ট ভরসা করে থাকেন।
2
আশা করা যায় রোহিত শর্মার হাত ধরে নতুন করে শুরু করবে ভারতীয় দল।
3
চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজে দলে ছিলেন না ইশান্ত শর্মা। ফের হলে যোগ দিচ্ছেন তিনি।
4
দলের বোলারদের কনফারেন্স বসেছে। অক্ষর প্যাটেলের সঙ্গে কথা বলছেন জসপ্রীত বুমরাহ। কোহলির অত্যন্ত ভরসা যোগ্য দুই ব্যক্তি।
5
কোহলির নজর আপাতত ট্রফির দিকে।
6
ভারতীয় দলে বিভিন্ন বয়সের খেলোয়াড়রা আছেন। বিরাট, রাহানের পাশাপাশি আছেন সিরাজও।