লক্ষ্য জল-সীমান্তের নিরাপত্তা নিশ্ছিদ্র করা, রাজ্য মেরিন পুলিশের সঙ্গে যৌথ প্রশিক্ষণ-নজরদারি উপকূলরক্ষী বাহিনীর
ছবি- ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সূত্রে প্রাপ্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুরক্ষা থেকে শুরু করে নেভিগেশন, রক্ষণাবেক্ষণ, আইনরক্ষা, নজরদারি ও তদন্ত--- প্রতিটি ক্ষেত্রের গুরুত্ব বোঝানো হয় এই কর্মশালায়।
বর্তমানে মেরিন পুলিশের যা পারদর্শিতা রয়েছে, তাকে আরও তীক্ষ্ণ করাই লক্ষ্য এই যৌথ অভিযানের।
এই প্রশিক্ষণের ফলে, মেরিন পুলিশের প্রভূত উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে, মেরিন পুলিশের দক্ষতা বৃদ্ধি পাবে।
ক্লাসরুমের পাঠ থেকে একেবারে হাতে-কলমে প্রশিক্ষণ-- মেরিন পুলিশকে এভাবেই আরও দক্ষ করার প্রয়াস উপকূলরক্ষী বাহিনীর।
পাশাপাশি, মেরিন পুলিশকর্মীদের বাড়তি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। যাতে উপকূল নিরাপত্তা আরও জোরদার হয়।
উভয় পক্ষের মধ্যে প্রতিনিয়ত সফল যোগাযোগ স্থাপন হলে তবেই সমন্বয় গড়ে উঠবে।
রাজ্য মেরিন পুলিশের সঙ্গে যৌথভাবে উপকূলে নজরদারির প্রক্রিয়া শুরু করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত ও সফল করতে দুই বাহিনীর মধ্যে সমন্বয় থাকাটা অত্যন্ত জরুরি।
এর জন্য মেরিন পুলিশের কিছু বাছাই করা কর্মীকে উপকূলরক্ষী বাহিনীর জাহাজে করে সমুদ্রে নিয়ে যাওয়া হয়।
এই যৌথ অভিযানের মূল লক্ষ্য হল, উভয়ের মধ্যে সমন্বয় গড়ে তোলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -