রাজের সঙ্গে সুখী গৃহকোণ! বিলাসবহুল বাংলোর ছবি শেয়ার করলেন শিল্পা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2020 11:30 AM (IST)
1
রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা।
2
ছেলের সঙ্গে ওয়ার্কআউটে ব্যস্ত নায়িকা। সব ছবি- ইনস্টাগ্রাম
3
কেক কাটছেন শিল্পা।
4
ঘর থেকেই একটুকরো সবুজ যেন চোখ জুড়িয়ে দেয়। সঙ্গে রয়েছে মানানসই আসবাব। ব্যালকনিতে বসে শিল্পার পোষ্য।
5
রান্নাঘরে শিল্পা। ছেলে ও বোনের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত
6
ঘরের ভিতর বিনোদনের জায়গাতেও হামেশাই ওয়ার্কআউট করেন শিল্পা।
7
শিল্পার ৪৫ বছরের জন্মদিনে পরিবারের সঙ্গে।
8
শিল্পা ফিটনেস ফ্রিক। তাই বাংলোর বাগানে রয়েছে মেডিটেশন করার ব্যবস্থা।
9
জুহুতে বিলাসবহুল বাংলো, বাগান। রাজ কুন্দ্রার সঙ্গে সুখী গৃহকোণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শিল্পা। কি রয়েছে তাঁর বাংলোর আনাচে কানাচে? কেমন করেই বা সময় কাটান পরিবার। দেখে নিন ছবিতে।
10
স্বামী ও সন্তানদের সঙ্গে হামেশআই এই লিভিং রুমে সময় কাটান শিল্পা।
11
নীতুর সঙ্গে বাড়িতে শিল্পা।