৭ বছর আগে সুইসাইড নোটে কী লিখেছিলেন বলি অভিনেত্রী 'গজনী' অভিনেত্রী জিয়া খান?
আমির খানের সঙ্গে গজনি ছবিতে অভিনয় করেছিলেন জিয়া।
২৫ বছরের জিয়া মুম্বইতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি লিখে যান সুইসাইড নোট। সূর্য পাঞ্চোলিকে উদ্দেশ্য করে লিখেছিলেন তিনি এই চিঠি।
বলি তারকা জিয়া খানের মৃত্যুর ৭ বছর পেরিয়ে গেছে প্রায়। আজ থেকে ৭ বছর আগে ৩ জুন আত্মহত্যা করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জিয়া। ঠিক কী কী ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে! কেন তিনি বেছে নিতে বাধ্য হয়েছিলেন আত্মহত্যার পথ!
অমিতাভের সঙ্গে তাঁর প্রথম ছবি নিশব্দ।
জিয়া খানের মৃত্যুর পর সূর্য পাঞ্চোলির বিরুদ্ধে কেস করা হয়েছিল। সিবিআই তদন্ত হয়েছিল। মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল।
চিঠিতে তিনি লিখেছিলেন, 'আমি অনেক স্বপ্ন দেখেছিলাম তোমার সঙ্গে একসঙ্গে থাকার! আমার সব স্বপ্ন ভেঙে গেল' লিখেছিলেন, অন্তসত্ত্বা ছিলেন তিনি
চিঠিতে উঠে এসেছিল জিয়া ও সূর্যের সম্পর্কের টানাপোড়েনের কথা।