JP Nadda West Bengal visit photos: দেখে নিন আজ JP Nadda র সারাদিনের কর্মসূচি
এরপর করবেন সাংবাদিক সম্মেলন। সাড়ে ৭ টা নাগাদ ফের অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপি নেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখান থেকে হোটেলে ফিরে রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা।
এরপরই বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো।
পুজো দেবেন সর্বমঙ্গলা মন্দিরে।
৩টে নাগাদ সেখান থেকে সোজা চলে আসবেন বর্ধমান শহরে।
দুপুর একটায় কৃষক পরিবারে খাওয়া দাওয়া সারবেন।
১১টা ৫০ নাগাদ কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মুস্থুলী গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন বিজেপি নেতা।
সেখান থেকে সোজা যাবেন কাটোয়ায়। পুজো দেবেন রাধাগোবিন্দ মন্দিরে।
শনিবার সকাল ১১ টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন জেপি নাড্ডা।
রাজ্যের ধানের গোলা বলে পরিচিত, বর্ধমানে শনিবার একগুচ্ছ কর্মসূচি জেপি নাড্ডার। শুক্রবারই বর্ধমান জেলা জুড়ে সাজো সাজো রব। বিজেপির ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে শহর। পৌঁছে গিয়েছেন রাজ্যের নেতারা। যে রাস্তা দিয়ে কেন্দ্রীয় নেতা রোড শো করবেন, তার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন।
কৃষক আন্দোলনে উত্তপ্ত উত্তর-ভারত। প্রচণ্ড ঠাণ্ডায়, খোলা আকাশের নিচে, ৪৪ দিন ধরে আন্দোলনে সামিল কৃষকরা। অষ্টম বৈঠকেও যেখানে কেন্দ্র জট কাটাতে ব্যর্থ, তখন, বঙ্গে কৃষক সুরক্ষা কর্মসূচির সূচনা করতে আসছেন জেপি নাড্ডা। এনিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -