শারদ আনন্দ ২০২০: এবার পুজোয় গুপ্তধনের সন্ধান করবে করবাগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2020 01:19 PM (IST)
1
ছোটোবেলায় আমরা অনেকেই শুনেছি গুপ্তধনের গল্প। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলেছে গুপ্তধন সম্পর্কে ভাবনাচিন্তা। করবাগানের এবারের থিম গুপ্তধন।
2
কোভিড বিধি মেনে তৈরি হচ্ছে খোলামেলা মন্ডপ। মানা হবে সমস্ত সুরক্ষাবিধিও।
3
ইতিহাস থেকে বর্তমান, মিলেমিশে থাকবে করবাগানের মন্ডপে।
4
মন্ডপ জুড়ে রয়েছে মাটির সাজ। রয়েছে মাটির তৈরি বিভিন্ন সামগ্রীও।