বড়দিনে উৎসবের মেজাজে কলকাতা, পার্ক স্ট্রিটে জমকালো আলোর মেলা
কেউ আসছেন উপাসনার জন্য, কেউ বা শুধুমাত্র বড়দিনের আমেজ উপভোগ করতে চার্চে এসেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবড়দিনে প্রতিবার সারাদিন খোলা থাকে সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ। দূর-দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। এবার করোনা আবহে বড়সড় জমায়েত এড়াতে দুপুর ২টোর পর চার্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেকের সুবাস, রঙিন আলোর সাজে গতকাল থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে পার্ক স্ট্রিট৷ সান্তার উপহারের অপেক্ষায় রয়েছে কচিকাঁচারা।
তবে করোনা আবহে এবার উৎসবের রং অনেকটাই ফিকে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে নতুন বছর।
জাঁকিয়ে শীতের পাশাপাশি, বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, সবই আছে।
শীতের আমেজ গায়ে মেখে বড়দিনকে স্বাগত জানাতে তৈরি কলকাতাও৷
বড়দিন উপলক্ষ্যে গোটা বিশ্বে আনন্দে মেতে উঠেছেন বহু মানুষ। শুধু ক্রিস্টান ধর্মাবলম্বীরাই নন, বড়দিনের আনন্দের ছোঁয়া লেগেছে সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের মধ্যেই। ক্রিসমাস ক্যারল, ক্রিসমাস ট্রি আর উপহারের ঝুলি নিয়ে সান্টা ক্লজ উপস্থিত সর্বত্রই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -