Kolkata Rain Update: রবিবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পূর্বাভাস, আগামী সপ্তাহেও চলবে বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী সপ্তাহের শুরুতেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই যুবকের। এরকম দুর্ঘটনা এড়াতে, শহরবাসীর কাছে সিইএসসি-র আবেদন, জলমগ্ন জায়গায় ল্যাম্প পোস্টের কাছে যাবেন না। ভুল করেও বিদ্যুতের তারে ভিজে কাপড় শুকতে দেবেন না।
লকডাউনে ঘরবন্দি, তার সঙ্গে বৃষ্টির সৌজন্যে জলবন্দি! খাস কলকাতায় কোথাও দেখা গেল নৌকা-বিহার! কোথাও বাধ্য হয়ে বোটে!
যদিও, এরপরও পুর কর্তৃপক্ষের দাবি, জল জমা আগের চেয়ে কমেছে! এরপর বৃষ্টি আরও বাড়লে কী হবে, সেই ভেবেই আশঙ্কিত জলমগ্ন এলাকার বাসিন্দারা।
এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। অনেকবার পুরসভাকে বলেও কোনও লাভ হয়নি। পাশে চড়িয়াল খালের সংস্কার হচ্ছে। তার জন্য জল বেরোতে পারছে না।
শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল এই ছবি! টানা বৃষ্টিতে চরমে জল যন্ত্রণা। ভাসল শহরের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু এলাকা।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে ভাসে উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট। যাঁরা রাস্তায় বেরিয়েছেন জল ঠেলতে হয়েছে! লকডাউনের মধ্যে অকারণে-অপ্রয়োজনে আবার অনেকে স্রেফ মজার ছলে জল দেখতে বেরিয়েছিলেন!
বৃষ্টিতে জলমগ্ন খিদিরপুরে পুলিশের বডিগার্ড লাইন্স। কোথাও কোথাও হাঁটুজল। পুলিশ কোয়ার্টারের নীচের তলা জলমগ্ন। কোয়ার্টার থেকে পুলিশ কর্মীদের অফিসে যাতায়াতের জন্য নামানো হয় নৌকা।
বেহালায় কলকাতা পুরসভার ১২৪ নম্বর ওয়ার্ডের সত্যজিত্ পার্কও জলমগ্ন। ঘরেও ঢুকে গেছে জল। পাড়ারই এক বাসিন্দাকে দেখা গেল নৌকা নিয়ে বাকিদের খোঁজ নিতে বেরিয়েছেন।
এর মধ্যে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ায় দফায় দফায় বৃষ্টিপাত। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলকাতার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ধাপা চত্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -