লক্ষ্মী-র প্রিমিয়ারে রেড কার্পেট মাতালেন কিয়ারা আডবাণী, দেখুন ছবি
২) সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন কিয়ারা। পলকা ডট শাড়িতে রেড কার্পেট মাতান নায়িকা।
৯) প্রযোজক শাবিনা খান ও তুষার কাপুরের সঙ্গে অক্ষয়, কিয়ারা। রয়েছেন রূপান্তরকামী সমাজকর্মী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠিও ও পরিচালক রাঘব লরেন্সও। (সব ছবি- মানভ মাঙ্গলানি)।
৮) করোনা কালে বদলে গিয়েছে ছবির প্রচারের চেনা ধরণও
৭) ডিজনি প্লাস হটস্টারে ৯ নভেম্বর রিলিজ করছে লক্ষ্মী।
৫) বহু প্রতীক্ষিত সিনেমার প্রিমিয়ারে মেজাজে ধরা দিয়েছেন অক্ষয়ও।
৪) সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন পিৎজা, শপিং ও ভালো সিনেমা তাঁর কাছে সেক্সের বিকল্প।
৩)অনুরোধে একগাল হাসিও উপহার দেন।
৬) মুনি-কাঞ্চানা ২ ছবির হিন্দি রিমেক লক্ষ্মী। প্রথমে লক্ষ্মী বোম্ব নাম থাকলেও প্রবল বিতর্কের জেরে নাম পরিবর্তন করে শুধু লক্ষ্মী রাখা হয়।
১) অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী ও ছবির নির্মাতারা দিল্লিতে সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন।