Exit Poll 2024
(Source: Poll of Polls)
Benefits of Tulsi: বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রতিদিন তুলসি ব্যবহারে দূর হবে ব্রণর সমস্যাও
তুলসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসির বীজে রয়েছে ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক্স যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতুলসিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা র্যা ডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে।
সর্দি-কাশি থেকে মুক্তি দেয়। বছরের বিভিন্ন সময় তো বটেই এর পাশাপাশি ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির সমস্যা হয়। তুলসির অ্যান্টিস্পাসমোডিক প্রভাব ঠাণ্ডা লাগলে তা নিরাময়
ব্রণ মুক্ত ত্বক পেতে তুলসি ব্যবহার করা যায়। তুলসী পাতা এবং কমলার খোসার গুঁড়া নিন এবং গোলাপ জল যোগ করে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগান। তারপর পনের মিনিটের জন্য রেখে তারপরে ধুয়ে ফেলুন।
তুলসি পাতার রস হাঁপানি রোগীদের জন্য উপকারী। নিয়মিত তুলসির রস পান করা শুরু করলে হাঁপানির সমস্যা দূর হতে পারে।
তুলসির নিয়মিত সেবন মানসিক চাপ কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে।
যদি কেউ ওজন কমাতে চান, তাহলে ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে তুলসির রসের পান করলে উপকার পেতে পারেন।
তুলসি মুখের স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। তুলসীতে ব্যাকটেরিয়ারোধী গুণ রয়েছে যা নিঃশ্বাসের দুর্গন্ধ, মাড়ির অন্যান্য রোগ নিরাময়ে সাহায্য করে।
কনজেক্টিভাইটিস হল একটি চোখের সংক্রমণ যা চোখ জ্বালাপোড়া করে এবং ফুলে যায়। তুলসি পাতা এই নিরাময়ে সাহায্য করে।
তুলসিতে কার্ডিওপ্রোটেক্টিভ রয়েছে। তুলসী হার্ট-সুস্থ রেখে হৃদরোগকে দূরে রাখতে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -