Kitchen Tips: রান্নায় নুনের পরিমাণ বেশি! কীভাবে কমাবেন? রইল টিপস

Kitchen Hacks: রান্না করতে গিয়ে নুন বেশি! কী করবেন? নুনের পরিমাণ কমানো রান্না হওয়ার পরেও সম্ভব। কীভাবে? রইল টিপস।

ফাইল ছবি

1/9
রান্নার স্বাদ কেমন হবে তা নির্ভর করে যেসব উপাদানের উপর তার মধ্যে রয়েছে নুন। নুন না দিলে যেমন রান্নার স্বাদ হয় না, তেমন বেশি দিলেও বিপত্তি ঘটতে পারে।
2/9
এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা রান্নায় মেশালে নুনের সামঞ্জস্য বজায় থাকতে পারে।
3/9
নুনের পরিমাণ বেশি হলে কোন কোন উপাদান যোগ করবেন রান্নায়? রইল তালিকা।
4/9
রান্নায় বেশ কিছু আলুর কুচি কেটে দিয়ে দিতে পারেন। অতিরিক্ত নুন তা শুষে নিতে পারে। তবে আলু ভাল করে ধুয়ে কাটতে হবে।
5/9
তরকারিতে নুন কমাতে কার্যকরী ময়দা। নুনের পরিমাণের কমাতে ময়দার তৈরি বল মেশাতে হবে। খাবার পরিবেশনের আগে বল তুলে নিতে হবে।
6/9
নোনতা স্বাদ কমাতে, খাবারে ফ্রেশ ক্রিম যোগ করতে পারেন। তরকারির স্বাদ বাড়াবে তেমনই অতিরিক্ত নোনতা স্বাদ দূর করবে।
7/9
কাঁচা আলু দেওয়ার পাশাপাশি, সেদ্ধ আলুও দেওয়া যেতে পারে। নুন ছাড়া আলু সেদ্ধ করে তরকারিতে দিয়ে দিতে পারেন।
8/9
রান্নায় অনেকেই দই ব্যবহার করে থাকেন। তাতে স্বাদ বাড়ে। এই দই অতিরিক্ত নুন কমাতেও কাজে লাগে।
9/9
এক টেবিল চামচ দই ভাল করে ফেটিয়ে রান্নায় দিয়ে দিন। এরপর মিনিট পাঁচেক অল্প আঁচে রান্না করলেই, অতিরিক্ত নোনতা ভাব কেটে যাবে।
Sponsored Links by Taboola