Kitchen Hacks: নিমেষে দূর হবে তেল-নোংরা, খাবার দিয়েই পরিষ্কার করুন রান্নাঘর
কফি অনেকেই পছন্দ করেন। সেই কফির গুঁড়ো দিয়েই ঝকঝকে রান্নাঘর করতে পারেন। রান্নাঘরে ব্যবহার করা বাসন পরিষ্কার করা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডিশ ওয়াশের সঙ্গে কিছুটা কফি পাউডার মেশান। ওই মিশ্রণ বাসনে মাখিয়ে রাখুন ২০ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
রান্নাঘরের তেলচিটে ভাব দূর করতে পারে ওলিভ ওয়েল এবং ভিনিগার। সম পরিমাণ ভিনিগার এবং ওলিভ ওয়েল একটা স্প্রে বোতলে মেশাতে হবে।
একটা কাপড় বা মোটা কাগজে ওই স্প্রে দিয়ে ভিজিয়ে ১৫ মিনিট রাখতে হবে। এরপর ওই মিশ্রণ ফ্রিজ, ওভেনে দিয়ে তেল এবং নোংরা মুছে ফেলা যায়। তবে ইলেক্ট্রিকের তার খুলে রাখতে হবে।
রান্নায় প্রয়োজন হয় বেকিং সোডা। সেই সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন রান্নাঘর। অল্প পরিমাণ জল দিয়ে বানাতে হবে একটা পেস্ট।
এবার ওই পেস্ট রান্নার বাসন, স্ল্যাব, বার্নারের লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ঘষে নোংরা তুলতে হবে। জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার করতে হবে।
লেবুর রসের সঙ্গে নুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর ওই পেস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন। খেয়াল রাখতে মিশ্রণ যেন তরল না হয়।
এরপর ওই পেস্ট নোংরা জায়গায় লাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ওভাবে রেখে স্পঞ্জ দিয়ে স্ক্রাব করে নিতে হবে।
ভিনিগার এবং জলের মিশ্রণে নোংরা এবং তেল পরিষ্কার করতে হবে। একটা স্প্রে বোতলে ভিনিগার এবং জল মেশাতে হবে।
রান্নাঘরের তাক, গ্যাসের চারপাশ সহ রান্নার বাসনে ওই স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর পরিষ্কার কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে নিতে হবে। অথবা জল দিয়েও ধুয়ে নিতে পারেন।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -