Home Decoration: ঘরেই লুকিয়ে প্রাণের আরাম, মনের শান্তি... সাজিয়ে তুলুন আপনার বাড়িও
বাড়িকে সুন্দর করে তোলার জন্য় অনেকেই গাছের ব্য়বহার করে থাকেন। বিভিন্ন ধরণের ইন্ডোর প্ল্য়ান্টের মাধ্য়মে বাড়িকে সাজিয়ে তোলা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বাড়ির অন্য়ান্য় আসবাবের মতই গাছেরও নিয়মিত যত্ন করতে হবে আপনাকে।
আপনার বাড়ির দেওয়ালকে এক নিমেষে আকর্ষণীয় করে তুলতে পারে ওয়াল আর্ট।
দেওয়ালে পছন্দসই ওয়াল আর্ট, আর সেখানে পছন্দসই ঘড়ি, ফটো ফ্রেম বা আপনার পছন্দমত হাতের কাজের কিছু ওয়াল ডেকর লাগাতে পারেন। এটি অচিরেই বাড়িয়ে তুলবে ঘরের শোভা।
শোওয়ার ঘরের শোভা বাড়াতে ব্য়বহার করতে পারেন হালকা শেডের বেড কভার ও কুশন। হালকা রঙ আপনার মনকে আরাম দেবে। এর পাশাপাশি শোওয়ার ঘরের পর্দাও ব্য়বহার করুন হালকা রঙের।
সোফা হোক বা খাট। বালিশ যে কোনও জায়গাতেই ব্য়বহার হয়। তাই বেছে নিন নরম তুলোর আরামদায়ক বালিশ ও কুশন। নিজস্ব পছন্দ মতে রঙের ব্য়বহারও করতে পারেন এক্ষেত্রে।
ঘরের শোভা বাড়াতে আলোর গুরুত্ব অপরীসীম। বিভিন্ন ভাবে আপনি আলোর ব্য়বহার করতে পারেন।
ল্য়াম্প শেড হোক বা টেবিল ল্য়াম্প, কিমবা বেড সাইজ ল্যাম্প যে কোনও আলোই বাড়িয়ে তুলবে আপনার ঘরের শোভা।
শহুরে জীবনে জানলা থেকে এক টুকরো আকাশ দেখার বিলাসিতা আমাদের সকলের মধ্য়ে। তাই নিজের ঘরের জানলাকে সাজিয়ে তুলতে কমবেশী সকলেই ভালবাসে।
জানলায় ব্য়বহার করা যেতে পারে পছন্দমত পর্দা। এছাড়াও জানলায় সবুজের ছোঁয়া দেওয়ার জন্য় সেখানে রাখা যেতে পারে ছোট ছোট গাছ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -