Air Travel Tips: বিমানে হুইলচেয়ার প্রয়োজন? আগেভাগে নজর রাখলেই এড়াবে সমস্যা
কেউ অসুস্থ, বা কারও হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় হুইলচেয়ারেই ভরসা করতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেক্ষেত্রে দূরে কোথাও যাতায়াতের জন্য মূলত বিমান পরিবহণ সুবিধাজনক।
হুইলচেয়ার ব্য়বহারকারীদের অনেকসময় বিমানবন্দরে নানা অসুবিধা হয়। কিছু পদক্ষেপে সেই সমস্যা এড়ানো যায়।
টিকিট কাটার সময়েই হুইলচেয়ার ব্যবহারের কথা জানানো যায় বিমান সংস্থাকে
নিজের হুইলচেয়ার হলে তা বিমানসংস্থাকে জানিয়ে রাখলে পরে সমস্য়া হবে না।
বিমান সংস্থার হুইলচেয়ার প্রয়োজন হলে টিকিট কাটার সময়েই সেটা বুক করে রাখা ভাল।
অনেকসময়েই হুইলচেয়ার ব্য়বহারকারীদের সবার শেষে বিমান থেকে নামানো হয়, তাই কানেক্টিং ফ্লাইট হলে হাতে সময় রাখা উচিত।
হুইলচেয়ারে কোনও সমস্যা হতে পারে ভেবে আগে থেকেই স্পেয়ার পার্টস, টেপ-প্রভৃতি সঙ্গে রাখা উচিত
বাল্কহেড সিট-এর জন্য আবেদন করুন, ইকোনমি ক্লাসের একেবারে সামনের সারির আসন এটি, এর সামনে কোনও আসন থাকে না।
এই সিট পেলে পা রাখার জায়গা অনেকটাই বেশি পাওয়া যায়, আরামদায়ক হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -