Mnstruation: প্রেগন্যান্ট হওয়া ছাড়াও নানা কারণে বন্ধ হয়ে যায় পিরিয়ডস্ ! এই লক্ষণগুলি থাকলে ভয়ঙ্কর
amenorrhea : ১৬ বছর বয়স পর্যন্ত কখনওই যদি কারও ঋতুস্রাব না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই চিন্তার বিষয়। এছাড়া কারও যদি মাসিক হঠাৎ হঠাৎ কয়েকমাস না হয়, তাহলে তাও চিন্তার।
প্রেগন্যান্ট হওয়া ছাড়াও নানা কারণে বন্ধ হয়ে যায় পিরিয়ডস্
1/9
হয়ত সন্তানধারণের কোনও সুযোগ নেই। কিন্তু হঠাৎ বন্ধ পিরিয়ড। নিশ্চয়ই চিন্তায় ভুগবেন। নিঃসন্দেহে উদ্বেগের। এ কথা জেনে রাখা দরকার গর্ভধারণ ছাড়া আরও অনেক কারণেই বন্ধ হয়ে যেতে পারে মাসিক।
2/9
হঠাৎ করে পিরিয়ডস বন্মধ হয়ে যাওয়াকে অ্যামিনোরিয়া বলা হয়। মনে রাখতে হবে বিষয়টা অবহেলা করার তো নয়ই। এর পিছনে থাকতে পারে অনেকগুলি কারণ। তালিকাটা লম্বা....
3/9
১৬ বছর বয়স পর্যন্ত কখনওই যদি কারও ঋতুস্রাব না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই চিন্তার বিষয়। এছাড়া কারও যদি মাসিক হঠাৎ হঠাৎ কয়েকমাস না হয়, তাহলে তাও চিন্তার।
4/9
অ্যামেনোরিয়া ডিম্বাশয়ের অভাবের কারণে হতে পারে। যদি এটাই ঋতুমতী না হওয়ার কারণ হয়, তাহলে তা পরবর্তীতে মা হওয়ার ক্ষেত্রেও বিঘ্ন ঘটাতে পারে।
5/9
ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়া, অ্যামেনোরিয়ার একটি সাধারণ কারণ। এর ফলে হাড় দুর্বল হতে পারে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা অন্যান্য স্বাস্থ্য সমস্যা, যেমন হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসকেও বাড়িয়ে তুলতে পারে।
6/9
অনেক সময় অতিরিক্ত স্ট্রেসের প্রভাবও পড়ে শরীরের উপর। হরমোন ক্ষরণে বিঘ্ন ঘটে। বন্ধ হয়ে যায় মাসিক।
7/9
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) এর মতো অসুখে মাসিক চক্র ব্যাহত হতে পারে। অতিরিক্ত ওজন কমে যাওয়ার ফলেও অ্যামেনোরিয়া হতে পারে।
8/9
থাইরয়েডের সমস্যা বা কিছু শারীরিক সমস্যাও অ্যামেনোরিয়ার কারণ হতে পারে। যদি কোনও মেয়ের ১৬ বছর বয়সে মাসিক শুরু না হয়। যদি নিয়মিত মাসিক না হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে।
9/9
হওয়ার পরে মাসিক বন্ধ হয়ে যায়। এটি একটি অন্তর্নিহিত অবস্থার ইঙ্গিত হতে পারে। যদি মাসিক ৩ থেকে ৬ মাস পর্যন্ত অনিয়মিত হয় বা একেবারেই না হয়, তবে খুবই চিন্তার বিষয়। এর সঙ্গে যদি তলপেটে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব হয়, তাহলে শিগগিরি ডাক্তার দেখান
Published at : 19 Mar 2025 04:12 PM (IST)