Anemia Causes : অ্যানিমিয়া কেন হয় ? কীভাবে আটকাবেন এই সমস্যা?
অ্যানিমিয়া চিকিত্সা কারণের উপর নির্ভর করে। কারণ জানলে তবেই চিকিৎসা।
Anemia Causes : অ্যামিমিয়া কেন হয় ? কীভাবে আটকাবেন এই সমস্যা?
1/10
রক্তে লোহিত রক্তকণিকা (RBC) বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকলে, সেই শারীরিক পরিস্থিতিকে অ্যানিমিয়া বলা হয়।
2/10
Anemia কোনও অসুখ নয়, অসুখের লক্ষণ মাত্র। বলছেন, হেমাটোলজিস্ট সাজিদা গুলশন। অ্যানিমিয়া সারাতে গেলে তার কারণটাকে নির্মূল করতে হবে।
3/10
কোনও কারণে যদি শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে যায়, কিংবা রক্ত কম তৈরি হয়, অথবা যদি রক্ত তৈরি হয়ে দ্রুত নষ্ট হয়ে যায়, তখনই অ্যানিমিয়া দেখা দেয়।
4/10
মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, প্রতি মাসে মেয়েদের ঋতুস্রাবের জন্য অনেকটা রক্ত শরীর থেকে বেরিয়ে যায়। অনেকেই হেভি ফ্লো-কে স্বাভাবিক বলেই ধরে নেয়। স্ত্রীরোগবিশেষজ্ঞের পরামর্শ টুকুও নেন না।
5/10
অনেক সময় বড়সড় কোনও অপারেশন হলে অনেকটা রক্ত বেরিয়ে যায়। তাতে করেও রক্তাল্পতা দেখা দিতে পারে।
6/10
সাধারণত স্বাভাবিক অবস্থায় মহিলাদের হিমোগ্লোবিনের মাত্রা ১১.৯ এর নিচে নামলে তখন তাঁকে অ্যানিমিক বলা হতে পারে। অন্য দিকে পুরুষদের ক্ষেত্রে এই মাত্রাটা ১৪।
7/10
অনেক সময় শরীরের মধ্যে ছোট ছোট আলসার বাা বেঁধে থাকে। যা থেকে মাঝে মধ্যেই রক্তক্ষরণ হয়, যা লক্ষিত হয় না অনেক ক্ষেত্রেই। তা থেকেও শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হতে পারে।
8/10
হাড়ের মজ্জার মধ্যে লোহিত রক্ত কণিকা তৈরি হয়। সেখানে কোনও অসুখ থাকলেও দেখা যায় ঠিক পরিমাণে হিমোগ্লোবিন থাকছে না শরীরে।
9/10
ভারতীয় মহিলাদের ক্ষেত্রে অ্যানিমিয়ার অন্যতম কারণ হল পুষ্টির অভাব। সুষম খাদ্য না খেলে এই যে অভাব তৈরি হয় , তা থেকে লোহিত কণিকার ঘাটতি ঘটা খুবই কমন।
10/10
অনেক সময় ভিটামিন বি ১২, ফোলিক অ্যাসিডের ঘাটতি থেকেও এই সমস্যা হতে পারে। আর ভিটামিন বি ১২ এর সোর্সই হল প্রাণিজাত খাবার। তা না খেলে লোহিতকণিকার ঘাটতি হয়।
Published at : 14 Dec 2022 12:57 PM (IST)